রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

গ্রীণলিফ এওয়ার্ড সিজন-৭ অনুষ্ঠিত

Spread the love

গত ২২ আগষ্ট গ্রীণলিফ পরিবারের উদ্যোগে ঢাকার পাঁচ তারকা হোটেল ওয়াটার গার্ডেন রেডিসন ব্লুর উৎসব হলে কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন-৭ ও গুণীজন সংবর্ধনা,গ্রীণলিফ ম্যাগাজিনের ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্টিত হয়।।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডক্টর খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীণলিফ সম্পাদক ও তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয় ও ম্যাগাজিনের উপদেষ্টা মিডিয়া পারসোনালিটি আরিফ আমান ভুইয়া।

উক্ত অনুষ্ঠানে কিংবদন্তী জাদুশিল্পী,বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ, কিংবদন্তী অভিনেতা, লেখক, পরিচালক আবুল হায়াত ও কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামানকে গ্রিনলিফ আজীবন সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অর্থসচিব(সাবেক)অভিনেতা পীরজাদা শহিদুল হারুন,অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী,অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ, সংগীত শিল্পী মনির খান,কাচ্ছি ডাইনের চেয়ারম্যান, শাহাবুদ্দিন তালুকদার, জিএমআইটি এর চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী,রাজনৈতিক বিশ্লেষক মেজর আমিন আহমেদ আফসারি, গোল্ডস্যান্ড গ্রুপের চেয়ারম্যান মো: বাহার,গ্রিনলিফের উপদেষ্টা মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান ভুইয়া, উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উপদেষ্টা শফিকুল ইসলাম রাহী, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম শাহা,ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের বাংলাদেশের ৩৫ ক্যাটাগরিতে গ্রীণলিফ সম্মাননা প্রদান করা হয়।যার মধ্যে ছিলো অভিনয়,সংগীত,মডেলিং কবি সাহিত্যিক,উদ্দোকতা,টুরিজম,সামাজিক ও মানবিক কর্মকান্ড। বিশেষ করে আজীবন সম্মাননায় ভূষিত হোন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত, যাদুশিল্পী ও মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। এছাড়াও ব্যাবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সফল ব্যাবসায়ী,সামাহ ব্লেড এন্ড রেজর ইন্ড্রাষ্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর,১৯৯০ সালে কমনওয়েলথ এ প্রথম সুটিং এ স্বর্নপদক জয়ী আব্দুস সাত্তার(নিনি সাত্তার)সংগীত শিল্পী বিশেষ অবদান রাখায় সম্মাননা পান জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান, ট্যুরিজম ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত ডি আই আপেল মাহমুদ, অভিনেত্রী তানজিন তিশা, রত্নগর্ভা মা হিসেবে সালমা বেগম, অভিনেতা নিরব, চলচ্চিত্র অভিনেত্রী দিঘি, ব্যাচেলর পয়েন্ট ক্ষ্যাত অভিনেত্রী পারসা ইভানা ও আন্তরা, চলচ্চিত্র নায়িকা মন্দিরা চক্রবর্তী, মুকিত জাকারিয়া, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম শাহা, ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি, সফল বিজনেস ব্যবসায়ী হাজী শাহাবুদ্দিন তালুকদার, হাজী মিন্টু তালুকদার সহ আরো অনেকে গুনীজনরা।

কিংবদন্তী অভিনেতা আবুল হায়াত আজীবন সম্মাননা পেয়ে তার বক্তব্যে গ্রীন লিফ ম্যাগাজিনের প্রশংসা করে বলেন,এমন ব্যতিক্রম আর শিক্ষনীয় কাজ হলে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে,সমাজে অবক্ষয় রোধ হবে এবং মানুষ এই সব কর্মকান্ডের প্রতি আকৃষ্ট হবে।ম্যাগাজিন ও গ্রীণলিফ পরিবারের সাফল্য কামনা করে এই ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি পরিবেশ রক্ষার উপর তাগিদ দেন।।আগামী প্রজন্মের জন্য বাস যোগ্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়ে তোলার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন।।

ম্যাগাজিন এর প্রকাশক, সম্পাদক তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয় বলেন,দিন দিন লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন প্রকাশনা এখন কমে যাচ্ছে।তাই আমাদের ম্যাগাজিন নিয়ে কাজ করা।।তিনি আরো বলেন আমি চেষ্টা করেছি ম্যাগাজিনটিকে নতুনভাবে উপস্থাপন করতে পাঠকদের কাছে এবং সেই সাথে শিক্ষনীয় বিষয় গুলোকে সংযুক্ত করতে।

এবারের ম্যাগাজিন থেকে পাঠক এইবার গুনীজনদের সম্পর্কে জানতে পারবে এছাড়া বর্তমান সময়ের, আমাদের সমাজ ব্যবস্থা ও সমাজ সচেতনতা সম্পর্কে তারা অবগত হবে।উতসাহিত হবেন।।আলোচনা শেষে একটি মনোজ্ঞ ফ্যাশন শো ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফ্যাশন শো ডিরেক্টর ফটোগ্রাফার সুমনের ডিরেক্সনে সৈয়দ রুমার কোরিওগ্রাফিতে আনজারা,ফেন্সি লিমিটেড,ভারস্টিলো বাই নিলাঞ্জনার কালেকশনে,ডাজলি বাই সোনিয়ার জুয়েলারীতে,আকলিমা আকতার সান্তার মেকাপে মনোজ্ঞ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।।যেখানে র‍্যাম্পে ক্যাটওয়াক করে র‍্যাম্প মডেল জেরিন রহমান,রাহনুমা তানহা,সাব্রিনা নেহা,সান্তা,জেস্মিন আবারিকা,সাঞ্জি সোহানা ও লামহা মুন সহ অন্যান্যরা।।শো স্টপার হয়ে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী রাজ রিপা।

পরিশেষে সভাপতি ডক্টর খান আসাদুজ্জামান সবাইকে ধন্যবাদ জানিয়ে ও এই ধরনের কর্মকান্ডকে উৎসাহিত করতে ও সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ম্যাগাজিনের প্রচ্ছদে ছিলেন যাদুশিল্পী জুয়েল আইচ এবং তিনি বলেন, একটি প্রোগ্রাম করতে কতটা পরিশ্রম করতে হয় আর এর পিছনে কত জনের পরিশ্রম, কষ্ট, হাত থাকে তা শুধু পিছনের গল্প থেকেই বুঝা যায়।তিনি এসব কর্মকান্ড বিস্তারে সকলের সহায়তা কামনা করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *