
জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনা’র ৩০০ তম পর্ব প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভির পর্দায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ লিখেছেন কলিন রড্রিক। আশিস রায়ের পরিচালনায় ধারাবাহিক নাটকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকি, নাজনীন হাসান চুমকি, মনির আহম্মেদ শাকিল, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, ফাহিম মালেক ইভান, শিবলী নওমান, তিশা চৌধুরী, মেহেদি হাসান, শাওন দাস, ইভা ও আরো অনেকে। ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ।
৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান সব হারাতে হবে পারমিতাকে। বারবার কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে থেকে ফিরে আসতে হয়েছে তাকে। জড়িয়ে গেছে নিজের ও ইরফানের পরিবারের নানান জটিলতায়। সম্পর্কের টানাপোড়েনের চূড়ান্ত অবস্থায় পারমিতা কি পারবে শেষ পর্যন্ত ওর বাবার দেনা শোধ করে নিজের অবস্থান শক্ত করতে?
প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হয় দেনা পাওনা। এ ছাড়াও দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ধারাবাহিকটি।