বৃহস্পতিবার, জুন ১২Dedicate To Right News
Shadow

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল ‘এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট ২০২৫’

Spread the love

উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মত উদযাপিত হল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর আয়োজনে ‘এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট ২০২৫’। ১৬ই মে শুক্রবার ঢাকার গুলশানের ক্লাব ৮৯-এ অনুষ্ঠিত এই আয়োজন এনডিএফ বিডি’র ২২ বছরের পথচলার সারথীদের মিলনমেলায় রূপায়িত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্লু’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক সভাপতি এবং জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন, এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব-এর সভাপতিত্বে এই আয়োজনের শুরুতেই জুলাই-বিপ্লব-এ শহীদ এবং প্রয়াত বিতার্কিকদের স্মরণে নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলকে অভিনন্দন জানান অনুষ্ঠানের আহবায়ক, এনডিএফ বিডি’র অ্যালামনাই এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো)’র প্রতিষ্ঠাতা সম্পাদক রাজন।

এরপরই শুরু হয় এনডিএফ বিডি’র দেশসেরা বিতর্কবোদ্ধাদের স্মৃতিচারণ পর্ব। এই পর্বে স্মৃতি রোমন্থন করেন বিভিন্ন সময়ে এনডিএফ বিডিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অ্যালামনাইরা।

স্মৃতিচারণ পর্বে, নতুন বাংলাদেশ বিনির্মাণে এনডিএফ বিডি’র অকুতোভয় তার্কিকদের অসামান্য অবদানের কথা দ্ব্যার্থহীন কন্ঠে উচ্চারণ করেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব। পাশাপাশি বিগত ২২ বছরে সুখে-দুঃখে পাশে থাকায় অ্যালামনাইদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি।

চমকপ্রদ কুইজ পর্বে সকলের অংশগ্রহন এই আয়োজনকে ভিন্ন মাত্রা দান করে। আড্ডা-গানে-কবিতায় বিভোর এনডিএফ বিডি’র অ্যালামনাইরা কেক কেটে এই স্মৃতিকে আরও উজ্জ্বল করে তোলেন।

নৈশভোজের আগে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে চমকপ্রদ র‍্যাফেল ড্র।

এনডিএফ বিডি’র অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে এলামনাই উপস্থিত ছিলেন দিলরুবা আরা রব, ডাক্তার অদিতি আরা তৃষা, জিয়াউল হক সুমন,
এড. তামজিদ হাসান পাপন, ডাক্তার আসিফ, ডাক্তার স্বাক্ষর, আল নোমান, ডাক্তার রিপন, সংগঠনের মহাসচিব আশিকুর রহমান আকাশ।

সামগ্রিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনডিএফ বিডি’র মহাপরিচালক , দেশবরেণ্য উপস্থাপক এম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *