রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

নজরুল জয়ন্তি উপলক্ষে জেনেসিস থিয়েটারের বর্ণাঢ্য আয়োজন

Spread the love

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে মুখর হয়ে উঠছে সারাদেশ। এ বছর নজরুলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করার প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে বিশিষ্ট নাট্যদল জেনেসিস থিয়েটার আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী ও মননশীল এক অনুষ্ঠানমালা।

জেনেসিস থিয়েটারের কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন নাট্যকার ও নির্দেশক নূর হোসেন রানা। তিনি জানান, “নজরুল কেবল একজন কবি নন, তিনি এক মহাজাগরণ—তাকে তরুণ প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

আগামী ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, রোববার (২৫ মে ২০২৫) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে নজরুল জয়ন্তি। এই দিনে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে মানিকগঞ্জে, নজরুল পত্নী প্রমীলা দেবীর জন্মস্থান তেওতায় আয়োজিত অনুষ্ঠানে, মানিকগঞ্জের জেলা প্রশাসকের আমন্ত্রণে ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে জেনেসিস থিয়েটার। যেটি কবির শৈশব ও সংগ্রামী জীবনের অনুপ্রেরণাদায়ী গল্প তুলে ধরে।

এদিকে ২৫মে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে নিবেদিত প্রতিষ্ঠান বাংলা একাডেমির দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানমালায় জেনেসিস থিয়েটার এর শিশু-কিমোরদের টিম এর অংশগ্রহণে পরিবেশিত হবে জেনেসিস থিয়েটারের গীতি-নাট্য “দেখবো এবার জগৎটাকে”। নাটকটি নজরুলের মুক্তচিন্তা ও বিশ্বমানবতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষভাবে নির্মিত।

এছাড়া, ১ জুন ২০২৫, সন্ধ্যায়, রাজধানীর নজরুল ইনস্টিটিউট (কবি ভবন)-এ আবারও মঞ্চস্থ হবে ‘দামাল ছেলে নজরুল’ নাটক।

পাশাপাশি, ২৫ মে তারিখেই বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে জেনেসিস থিয়েটারের শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘দেখবো এবার জগৎটাকে’।

নাট্যদলের প্রধান নূর হোসেন রানা বলেন, “আমি চাই, দেশের প্রতিটি জেলায় স্কুল পর্যায়ে নজরুলকে স্মরণ করা হোক তার লেখনীর মধ্য দিয়ে। সেই সঙ্গে উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজরুল গবেষক তৈরির জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা জরুরি।”

নজরুল জয়ন্তিকে কেন্দ্র করে জেনেসিস থিয়েটারের এই বর্ণাঢ্য আয়োজনকে দেখা হচ্ছে জাতীয় কবির চিন্তা, চেতনা ও বিদ্রোহী আত্মাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক মহৎ উদ্যোগ হিসেবে।

‘দামাল ছেলে নজরুল’ নাটকটি রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সংগীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও ফারজানা রনি এবং সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই।

‘দামাল ছেলে নজরুল’ নাটকে নাম ভূমিকায় ইমন খান ছাড়াও অভিনয় করেছেন নূর হোসেন রানা, নিথর মাহবুব, আলেয়া বেগম আলো, লিয়া, ইকবাল, প্রকাশ সরকার সুমন, জীবন, প্রদীপ কুমার ঘোষ, ইয়াশফা,অংকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *