বুধবার, জুলাই ৯Dedicate To Right News
Shadow

ঈদুল আযহায় রাকিবুল ফ্যাশনের পোশাকে ৩৫% ছাড়!

Spread the love

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ২৬ মে রাকিবুল ফ্যাশনের ২য় শাখা উদ্বোধন হতে যাচ্ছে। নতুন শাখা উদ্বোধন উপলক্ষ্যে এবং আসন্ন ঈদ উল আযহায় রাকিবুল ফ্যাশন’র পোশাকে ৩৫% ছাড় দিয়েছে। দেশের অন্যতম ব্র্যান্ড ব্যাং’র পাঞ্জাবিতে থাকছে এই মূল্য ছাড়।ফ্লাট ৩৫% ছাড়ে পাওয়া যাবে নান্দনিক সব পাঞ্জাবি। ব্যাং’র পাঞ্জাবিতে থাকছে ৩০%-৩৫%-মূল্য ছাড়!
রাকিবুল ফ্যাশন’র পোশাকে রয়েছে আভিজাত্য ও স্বাতন্ত্র্যতা সেই সাথে থাকছে নিখুঁত বুনন, গর্জিয়াস ডিজাইন এবং এবং আরামদায়ক অনুভূতি।
রাকিবুল ফ্যাশন’র নিত্য নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি, শর্টস, থ্রিকোয়ার্টার এছাড়াও পাবেন এমপেরর ব্র্যান্ডের পাঞ্জাবি।
যোগাযোগ : রানার প্লাজা, ৩য় তলা, দোকান নং : ৫৮, নবাব বাড়ি রোড, বগুড়া।
বিস্তারিত জানতে হট লাইন : ০১৭৫১ ১০৮ ৫৫৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *