রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

তানজিব সারোয়ারেরর “নামের জীবন”

Spread the love

সুখ মানুষের জীবনের অন্যতম প্রিয় বিষয় কিন্তু বিভিন্ন কারণে মানুষ সুখ খুজে পায় না। এমন বিষয়বস্তু কেন্দ্র করে গানচিত্র নির্মাণ করেছেন জে এস জিসান। “নামের জীবন” গানটিতে কন্ঠ দিয়েছেন তানজিব সারোয়ার। রিয়াদ আহসান এর সুরে মিউজিক করেছেন এ পি শুভ। গত ২২ই মে জে এস মিউজিক এর ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পায়।

তানজিব সারোয়ার বলেন “গানটির মুক্তির অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন, সচরাচর এধরণের গানে যুক্ত হওয়ার সুযোগ হয় না। গানটি শ্রোতাদের হৃদয়ে আলোড়ন তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।”

গানচিত্রে অভিনয় করেছেন তারেক জামান, শবনম শিলা,মুকুল জামিল এবং শিশু শিল্পী তেহজীব ও ফাতিহা সহ আরও অনেকে। মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত কাজটি নিয়ে নির্মাতা জে এস জিসান বলেন ” আমি সব সময় দর্শক শ্রোতাদের পছন্দের কাজ করতে পছন্দ করি। “নামের জীবন” আমার তেমনই একটা প্রিয় কাজ। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।”

ভিডিও লিংক: https://youtu.be/r1EFdrYRS40?si=25BashNF_Hf9uZMw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *