বুধবার, জুলাই ৯Dedicate To Right News
Shadow

ন্যাশনাল ব্যাংকের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর

Spread the love

ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩ জুন ২০২৫ আনুষ্ঠানিকভাবে তাদের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছে। রাজধানীর বাংলামোটরে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ।
এই বন্ড ইস্যুর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক তার মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি টেকসই আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে, যা আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের ভবিষ্যৎ যাত্রায় সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম এবং মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, ফিনানসিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান কৃষ্ণ কমল ঘোষ এবং ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মিল্টন রায় সহ আরো অনেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই বন্ড ইস্যু আমাদের আর্থিক কাঠামোকে আরও মজবুত করবে এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে। এটি ন্যাশনাল ব্যাংকের রূপান্তর ও পুনর্জাগরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের কর্মকর্তারা একে ব্যাংকের অগ্রগতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *