
ঝরছে বৃষ্টি অবিরাম কেবলই জপছি তোমার নাম
মা,
খুব মনে পড়ছে তোমাকে!
বৃষ্টির রিমঝিম শব্দের তালে ছন্দ তুলে তুমি হেঁটেছো
থামো নাই কোনো বাধায় কতো কাজ করেছ।
সংসার সন্তানের মুখের দিকে চেয়ে
নিজেকে গিয়েছ কেবল বিলিয়ে
কোনো অসুখই পাত্তা পায় নাই সবকিছুকে দিয়েছ তাড়িয়ে।
জ্বলেনি চুলা ভেজা লাকড়িতে ধোঁয়ায় ভরেছে চোখ
লাল চোখ মেলে খাবার রেঁধেছ যতো কষ্টই হোক।
মা, তুমি তাই সর্বংসহা
কে শিখিয়েছিলো সংসারে?
তুমি ও যে মানুষ রক্ত মাংসের
বোধ কেন জাগেনি একটিবারেও!
আজ মনে পড়ে কতো যে কথা বলতে তো পারি না
মোবাইলটাতে কতো কল করি কণ্ঠস্বর শুনতে পাই না।
মনের শত জমানো ব্যথা সয়ে যাই নীরবে
যেখানেই থাকো ভালো থেকো আল্লাহর অশেষ রহমতে!
ধানমন্ডি
১১..৬.২৫