গ্রাহকের দোরগোড়ায় নিরাপদে খাবার ও গ্রোসারি পণ্য পৌঁছে দিতে বিশেষ পারদর্শিতা দেখানো ১০ রাইডারকে পুরস্কৃত করেছে অনলাইনভিত্তিক খাবার অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
দেশের বিভিন্ন জেলা থেকে সেরা ১০জন রাইডার তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পান। সম্প্রতি পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেয়া হয় টিভি, ফ্রিজ ও স্মার্টফোন।
ঢাকা থেকে সাতজন, কুমিল্লা থেকে দুইজন ও গাজীপুর থেকে একজন রাইডার এ পুরস্কার পেয়েছেন। সেরাদের মধ্যে সবার শীর্ষে ছিলেন কুমিল্লার রাইডার জায়িন সাঈদ।
নিজেদের কাজের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ীরা। রাইডারদের উৎসাহ প্রদানে নিয়মিত বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়ে থাকে ফুডপ্যান্ডা। এর আগে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে জীবন বীমার ব্যবস্থাও করেছে প্রতিষ্ঠানটি।