বুধবার, জুলাই ৯Dedicate To Right News
Shadow

“তোমাদের শিক্ষাই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার”- ব্র্যাক ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত

Spread the love

ব্র্যাক ইউনিভার্সিটি সামার ২০২৫ সেশনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে বুধবার, ২৫শে জুন ২০২৫ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় জীবনের নানা বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, “বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, নতুন প্রযুক্তির প্রভাব, দায়িত্বজ্ঞানহীন জনপ্রিয়তাবাদ এবং বৈষম্য। এই সব সংকট মোকাবিলায় একমাত্র তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা কৌতূহলী হও, প্রশ্ন করো, সামাজিক সিস্টেমকে চ্যালেঞ্জ করো, যারা তোমার থেকে ভিন্ন তাদেরকে সম্মান দেখাও। বিভেদকে মনে না রেখে, সবাইকে সাথে নিয়ে কাজ করো। তোমাদের শিক্ষা যাতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সেই চেষ্টাটাই সবসময় করো।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আরো বেশি শিক্ষার্থী ইউরোপীয় ইউনিয়নের ‘ইরাসমাস’ কর্মসূচির আওতায় ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ নেবে। ইরাসমাস হলো ইউরোপীয় ইউনিয়নের একটি আন্তর্জাতিক স্কলারশিপ কর্মসূচি, যা শিক্ষার্থীদের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় বিনিময় ও সহযোগিতা বাড়াতে কাজ করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অ্যাকাডেমিক দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে গড়ে তুলছে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তিনজন নারী শিক্ষার্থীকে “স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড-সামার ২০২৫” প্রদান করা হয়। বৈশ্বিক নেতৃত্বের ক্ষেত্রে ব্র্যাক বিজনেস স্কুলের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী মুজঘান পাজওয়াক, অ্যাডভোকেসির ক্ষেত্রে স্কুল অফ ল’ এ চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী বুশরা আবদুল কালিক এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিকস অ্যান্ড সোশাল সায়েন্সেস এর একাদশ সেমিস্টারের শিক্ষার্থী অঙ্কিতা দে বিতর্কে অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কর্মময় জীবন নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, যেখানে শিক্ষা ও সমাজসেবায় স্যার ফজলের অসামান্য অবদান তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাব “মনন”-এর শিক্ষার্থীরা।

এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন “আই হ্যাভ গট দ্য পাওয়ার” শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে। এতে ক্লিন এনার্জির ইতিবাচক প্রভাব এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনের অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অফ জেনারেল এডুকেশন এর ডিন প্রফেসর সামিয়া হক, প্রক্টর ড. রুবানা আহমেদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. সাদিয়া হামিদ কাজী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফ বিভাগের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *