
“যুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশায়” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ ২৭ জুন থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ময়মনসিংহ জোন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাবিপ্রবিডিসো)-এর যৌথ উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চমকপ্রদ বির্তক উৎসব৷ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ স্বনামধন্য স্কুল-কলেজের বির্তাতিকদের মিলনমেলায় পরিণত হবে এই উৎসব।
এই আয়োজনে বর্ণাঢ্য র্যালীসহ বির্তক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী, সংসদীয় ও বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং, কুইজ কম্পিটিশন, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট ডিবেট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী পর্ব রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান৷
আয়োজনে সভাপতিত্ব করবেন জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্লু অ্যাওয়ার্ড’ প্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক প্রেসিডেন্ট এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’র চেয়ারম্যান
একেএম শোয়েব৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবিপ্রবি’র উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল (অব.) মো. রাশেদুল ইসলাম খান, জামালপুর রুলাল ডেভেলপমেন্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জাবিপ্রবির রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এনডিএফ বিডি’র সিনিয়র অ্যালামনাই বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম রাজন, এনডিএফ বিডি’র মহাসচিব, আশিকুর রহমান আকাশ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাবিপ্রবিডিসো)-এর উপদেষ্টাবৃন্দ এবং ক্লাবের প্রেসিডেন্ট রাবেয়া খান রিতু ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত।
এই সার্বিক আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ। স্পন্সর হিসেবে আরও আছে রাহেল অটোস এবং জব সল্যুশান জামালপুর।
অনিন্দ্য উপস্থাপনা এবং অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে এই উৎসবকে ভিন্ন মাত্রা দান করবেন দেশবরেণ্য উপস্থাপক, প্রশিক্ষক , এনডিএফ বিডি’র মহাপরিচালক ও স্কুলিং-এর রেক্টর এম আলমগীর।