বুধবার, জুলাই ৯Dedicate To Right News
Shadow

মিস গ্লোবাল ইউনিভার্সেল ২০২৫ হলেন জেরিন মাহমুদ

Spread the love

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ও কানাডার নাম উজ্জ্বল করে, জেরিন মাহমুদ বর্তমানে Mis Global World Universal 2025 এর গর্বিত বিজয়ী। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে উঠে এসে এই শিরোপা অর্জন করেছেন, যা কেবল তার ব্যক্তিগত জয় নয়, বরং নারী সমাজের শক্তি ও সম্ভাবনার এক জ্বলন্ত উদাহরণ। এই গর্বের অধ্যায়টি রচিত হয়েছে থাইল্যান্ডের ফুকেটে, গত ৭-১৩ জুন ২০২৫। এর আগে তিনি Mis North America World 2024 এর খেতাব অর্জন করেন এবং Mis Canada World 2024 প্রথম রানার আপ হন। পেশাগতভাবে জেরিন একজন সফল আইটি প্রজেক্ট ম্যানেজার ও সিনিয়র বিজনেস অ্যানালিস্ট, যিনি কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কমরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *