
‘‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ’’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’ এর উদ্যোগে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল-আমিন এম তাওহীদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আজিম মিয়া সহ সংগঠনের সকল সদস্যরা।
বৃক্ষরোপণ উদ্বোধনীকালে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “সড়ক ও মহাসড়কের পাশে বেশি বেশি করে ফুলের গাছ লাগাতে হবে। এতে শহরের সৌন্দর্য বাড়বে এবং পরিবেশ রক্ষা পাবে। বৃক্ষ আমাদের জীবন রক্ষা করে, তাই প্রতিবছর এই মৌসুমে বেশি করে গাছ লাগানো উচিত। দেশের পরিবেশ রক্ষা এবং মানুষের জীবন উন্নয়নে বৃক্ষের কোনো বিকল্প নেই। সারাদেশের সড়কের মাঝখানে যে জায়গাটি রয়েছে সেখানে ফুলের গাছ রোপন করলে সড়কের সৌন্দর্য এবং চেহারা চমৎকারভাবে ফুটে উঠবে। রাইট টক বাংলাদেশ এর এতো সুন্দর কর্মসুচি দেশ ও মানুষের কল্যাণ বয়ে আনবে।”
দিন দিন আমাদের দেশটা মরুভূমির দিকে এগোচ্ছে মন্তব্য করে রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ বলেন, “ বৃক্ষ নিধনের ফলে প্রকৃতি ও পরিবেশ ধ্বংস হচ্ছে। আমরা চাই, প্রয়োজনে একটি গাছ কাটা হলে সেখানে যেন আরো দশটি গাছ রোপণ করা হয়। এই প্রচেষ্টায় সবাইকে এগিয়ে আসতে হবে। গাছ আমাদের জীবনের অন্যতম অক্সিজেন। বর্তমানে গাছ কেটে শহরকে মরুভূমিতে পরিনত করেছে। প্রতিনিয়ত বিশাল বিশাল ভবন নির্মাণ হচ্ছে, কোটি কোটি টাকা আয় করছে অথচ এসব বড়লোকদের একটি বৃক্ষরোপণের শক্তি বা সাহস নেই। অক্সিজেন ও সুন্দর পরিবেশের অভাবে এরাই দুইদিন পর নানা মহামারি রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই আসুন মরুতা নয়, প্রকৃতির প্রেমে পড়ি সুন্দর সমাজ গড়ে তুলি আর সবুজায়ন রক্ষা করি।”
প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ আজিম মিঞা। তিনি বলেন, “বৃক্ষরোপণ এখন শুধু পরিবেশ রক্ষার উপায় নয়—এটি একটি প্রতিবাদী ভাষ্যও হতে পারে। যারা মানবিক সংগঠনগুলোকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা—মানবিকতা কখনো থেমে থাকবে না।” তিনি দেশ-বিদেশের সচেতন মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সকল মানবিক সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে রাইট টক বাংলাদেশ সারাদেশে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে চায়। কর্মসূচিতে অংশ নেয়া রাইট টক বাংলাদেশ এর সদস্যরা জানান, আমরা স্থানীয় পর্যায়ে বিদ্যালয়, হাসপাতাল, রাস্তার পাশে ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম প্রতিবছর আমাদের অব্যাহত থাকবে। গতবছরও আমরা সারাদেশে বৃক্ষরোপণ করেছি, সবুজায়ন রক্ষায় আমরা অঙ্গিকারবদ্ধ।
উদ্বোধনকালে রাইট টক বাংলাদেশ এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন এবং বৃক্ষরোপণে অংশ নেন।