বুধবার, জুলাই ৯Dedicate To Right News
Shadow

The Statement24-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী

Spread the love

প্রিয় পাঠকবৃন্দ,

আজ The Statement24-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের—আমাদের শ্রদ্ধেয় পাঠকদের, যাঁরা আমাদের এই পথচলার অনুপ্রেরণা ও শক্তির উৎস।

২০২১ সালে আমাদের যাত্রা শুরুর পর থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের তথ্যসমৃদ্ধ ও প্রাসঙ্গিক সংবাদ পৌঁছে দেওয়ার। বিগত চার বছরে আমরা শুধু একটি সংবাদমাধ্যম হিসেবে নয়, বরং একটি নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছি—যা পাঠকদের আস্থা ও ভালবাসায় গড়ে উঠেছে।

আপনাদের নিরন্তর উৎসাহ, মতামত ও সমর্থনই আমাদের পথচলাকে অর্থবহ করেছে। প্রতিটি পঠিত সংবাদ, প্রতিটি শেয়ার এবং প্রতিটি মন্তব্য আমাদের নতুন করে দায়বদ্ধতা শেখায়।

আমরা আগামী দিনগুলোতেও এই অঙ্গীকারে অটল থাকব—উন্নত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গভীর বিশ্লেষণ এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাঠকদের আরও কাছাকাছি পৌঁছানো।

আপনারাই আমাদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

চলুন, আগামীর পথচলাও হোক তথ্যনির্ভর, সৎ ও সাহসিকতার।

সশ্রদ্ধ শুভেচ্ছায়,

সম্পাদক, The Statement24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *