
বাংলাভিশনের পর্দায় পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ৬ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিটে।
পবিত্র আশুরার ইতিহাস, তাৎপর্য, শিক্ষা এবং মুসলিম সমাজে এর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপিত হয়েছে এই অনুষ্ঠানে। ধর্মপ্রাণ দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার হিসেবে বাংলাভিশন পরিবেশন করতে যাচ্ছে।
এই বিশেষ আয়োজনে অতিথি হিসেবে অংশ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদির এবং ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরীফ মুহাম্মদ আবু হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মুফতি মাওলানা ওসমান গণি সালেহী। প্রযোজনায় করেছেন সালাম পাঠান রাসেল।