
২ জুলাই ২০২৫, ঢাকায় ড্যাফোডিল রেসপন্স সেন্টার (DRC) এবং ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (USET)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ড উন্নয়ন কার্যক্রমকে শক্তিশালী করা এবং শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধির জন্য কার্যকর কৌশল বাস্তবায়ন।
USET-এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফজলুল হক এবং DRC-এর পক্ষে স্বাক্ষর করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।
বিশেষভাবে, DRC-এর সমন্বয়ে পরিচালিত আধুনিক ডিজিটাল মার্কেটিং কার্যক্রম, কনটেন্ট প্রমোশন এবং সোশ্যাল মিডিয়া কৌশলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ও পরিচিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে শিক্ষার্থীদের মধ্যে আস্থা ও আগ্রহ বৃদ্ধি পাবে এবং নতুন শিক্ষার্থী ভর্তির হার ইতিবাচকভাবে বৃদ্ধি পাবে। USET-এর জন্য কনটাক্ট সেন্টার পরিচালনার কাজেও DRC যুক্ত থাকবে, যা শিক্ষার্থীদের সাথে আরও কার্যকর যোগাযোগ ও সহায়তা প্রদান নিশ্চিত করবে।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন USET-এর রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপার্সন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং DRC-এর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।