রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

টিআরপি শীর্ষ তালিকায় দীপ্ত টিভির নাটক

Spread the love

সদ্য প্রকাশিত টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) প্রতিবেদনে সিরিয়াল/সিরিজের শীর্ষ তালিকায় আছে দীপ্ত টিভির নাটক।

দীপ্ত টিভিতে প্রচারিত মেগা সিরিয়াল ‘খুশবু’ আছে টিআরপির প্রথম স্থানে। যা প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ও রাত সাড়ে ১০টায়। সাজ্জাদ সুমনের পরিচালনায় খুশবু’ নাটকটি লিখেছেন আসফিদুল হক ও মো. মারুফ হাসান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাচ্ছে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। আরো আছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ, সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মৌ। ডাবড সিরিয়াল সুলতান সুলেমান কোসেম আছে দ্বিতীয় স্থানে। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ১০টায়। মেগা সিরিয়াল মান-অভিমান আছে তৃতীয় স্থানে। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টায়। এছাড়া টিআরপিতে ৫ম স্থানে আছে ডাবড সিরিয়াল গুড ডক্টর। প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৫টা ৫০মিনিটে ও রাত সাড়ে ৮টায় । ৬ষ্ঠ স্থানে আছে মেগা সিরিয়াল রূপনগর। যা প্রচারিত হচ্ছে সন্ধ্যা ৭টায় ও রাত সাড়ে ৯টায়। লিটু সাখাওয়াতের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরো অনেকে।

টিআরপির শীর্ষে থাকার প্রসঙ্গে দীপ্ত টিভির হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন আহমেদ শান্ত বলেন, খুশবু’র প্রোডাকশন ডিজাইন আর গল্পে আমরা এমন কিছু করতে চেয়েছি যা সাধারনত মেগা সিরিয়ালে করা হয়না। আমার মনে হয়, দর্শকরা সেটা বুঝতে পেরেই খুশবু’র প্রতি আগ্রহী হচ্ছে। এছাড়াও রূপনগরের মাধ্যমে আমরা প্রবাসী দর্শকদের বিনোদনের বিষয়টি ভেবেছি, ফলে টিআরপি’র পাশাপাশি ডিজিটাল ভিউয়ারশিপেও আমরা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি। ড্রামা মানেই দীপ্ত, এই ভাবনা থেকে আমাদের টিম নিয়মিত কাজ করে চলেছে, যার ফলাফল আমরা সম্প্রতি পেতে শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *