রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

জগজিৎ সিংকে স্মরণে মেসবাহ আহমেদের গজল সন্ধ্যা আজ

Spread the love

ভারতের কিংবদন্তি গজল সম্রাট জগজিৎ সিংয়ের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান “Mesbah Ahmed Live in Concert – Tribute to Jagjit Singh Ji”।

এই গজল সন্ধ্যার আয়োজক BRDC – Bengal Real Estate Development Company, এবং ইভেন্ট ম্যানেজমেন্টে রয়েছে Black Tie। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আজ ১০ অক্টোবর, সন্ধ্যা ৭টায়, হোটেল শেরাটনের বলরুমে।

অনুষ্ঠানে একক পরিবেশনায় থাকবেন খ্যাতনামা সংগীতশিল্পী মেসবাহ আহমেদ, যিনি জগজিৎ সিংয়ের অমর গজলগুলোর মাধ্যমে তার প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাবেন।

এ প্রসঙ্গে মেসবাহ আহমেদ বলেন, “আমার গুরুজি জগজিৎ সিংয়ের ১৫তম মৃত্যুবার্ষিকীতে এ আয়োজন আমার গভীর শ্রদ্ধাঞ্জলি।”

তবলায় তাকে সহযোগিতা করবেন ভারতের উস্তাদ জিমি খান (বোম্বে)। বিশেষ সহযোগিতায় রয়েছেন উদয় কর্মকার।

এই আয়োজনটি জগজিৎ সিংয়ের প্রতি ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধার এক সুরেলা সন্ধ্যায় পরিণত হবে বলে গজলপ্রেমীরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *