রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টার উদ্বোধন

Spread the love

রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ (IHSB) ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার।

ব্রিটিশ কাউন্সিল তাদের ইংরেজি ভাষা শিক্ষাদানের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল হোপ স্কুলের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। এটি দেশের মধ্যে প্রথম ও একমাত্র স্কুল যেখানে ব্রিটিশ কাউন্সিল সরাসরি অংশীদার হয়েছে।

শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত
আইএইচএসবির প্রাইমারি সেকশনের প্রধান নাজমুন নাহার বলেন, উত্তরা ক্যাম্পাসে নতুন এই সেন্টারটি এমন এক প্রাণবন্ত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যেখানে শিশু ও কিশোররা আনন্দদায়ক পরিবেশে ইংরেজি শেখার দক্ষতা বাড়াতে পারবে।

ভবিষ্যতের প্রস্তুতিতে সমন্বিত শিক্ষা
স্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, সমন্বিত শিক্ষা ও বৈশ্বিক প্রস্তুতির অংশ হিসেবে ইংরেজিতে দক্ষতা অর্জন একাডেমিক সাফল্য ও ভবিষ্যৎ সুযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার একটি কাঠামোবদ্ধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারিকুলাম প্রদান করবে, যা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় আত্মবিশ্বাস বাড়াবে এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে।

আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতিশ্রুতি
স্টারলিং এডুকেশন (ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের মূল প্রতিষ্ঠান)-এর চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বমানের শিক্ষাদানের মান আমাদের স্কুলে নিয়ে আসা হচ্ছে। সেন্টারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট দেবে, যা শিক্ষার্থীদের ক্যারিয়ারকে আরও দূরে নিয়ে যাবে এবং আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি করবে।

ব্রিটিশ কাউন্সিলের অংশীদারিত্বে নতুন অধ্যায়
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, আজকের দিনে একটি নতুন অংশীদারিত্বের সূচনা হলো; যার মূল ভিত্তি একটি অভিন্ন বিশ্বাস—ইংরেজি দক্ষতা বৃদ্ধির এই সুযোগ আত্মবিশ্বাস ও বিশ্বব্যাপী সংযোগের দরজা খুলে দেবে। তিনি বলেন, এই নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার তরুণ শিক্ষার্থীদের জন্য শেখার পরিবেশকে আরও সহজ ও সমৃদ্ধ করবে।

উত্তরায় মানসম্মত ইংরেজি শিক্ষার নতুন সুযোগ
ঢাকা উত্তরে প্রতিষ্ঠিত এই সেন্টারটি ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোরদের জন্য ইংরেজি শিক্ষার আরও বিস্তৃত সুযোগ তৈরি করেছে। এটি ঢাকা দক্ষিণের ফুলার রোড ব্রিটিশ কাউন্সিল সেন্টারের পরিপূরক হিসেবে কাজ করবে। এর ফলে উত্তরার শিক্ষার্থীরা কাছাকাছি অবস্থানেই বিশ্বমানের ইংরেজি শিক্ষায় অংশ নিতে পারবে।

আন্তর্জাতিক কারিকুলামে প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ
ক্যামব্রিজ-সনদপ্রাপ্ত শিক্ষকদের নেতৃত্বে ব্রিটিশ কাউন্সিলের কোর্সগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও যোগাযোগ দক্ষতা বিকাশে সহায়তা করবে। অভিভাবকরা তাদের সন্তানের শেখার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাবেন এবং শেখার সাফল্য একসঙ্গে উদযাপন করতে পারবেন।

ব্রিটিশ কাউন্সিলের বৈশ্বিক ভূমিকা
গত ৯০ বছর ধরে ব্রিটিশ কাউন্সিল শিক্ষা, সংস্কৃতি ও ভাষা কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাসের সেতুবন্ধন গড়ে তুলছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সক্ষমতা অর্জন করছে।

#ব্রিটিশকাউন্সিল #ইন্টারন্যাশনালহোপস্কুল #ইংরেজিশিক্ষা #উত্তরা #YoungLearnerEnglishCenter #BritishCouncilBangladesh #EnglishEducation #DhakaSchools #EducationNews #BangladeshEducation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *