রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সমন্বিত উদ্যোগে ডিএসসিসি ও ক্যাম্পাস প্রশাসন

Spread the love

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ – জ্ঞানচর্চার অন্যতম প্রধান তিনটি প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে সংশ্লিষ্ট ক্যাম্পাস প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার সকালে ডিএসসিসি পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের অংশ হিসেবে এই তিনটি শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানে সমন্বিত উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। একইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে আনন্দবাজার মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ ও নেতৃত্ব
অভিযানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সকাল ৬টায় শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ১৩০০ কর্মী, ডাকসুর সদস্যবৃন্দ এবং তিনটি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় ক্যাম্পাসের ড্রেন, নর্দমা, ফুটপাত ও ময়লা জমে থাকা স্থান পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দখলমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোও পরিচ্ছন্ন রাখতে আজ থেকে যৌথভাবে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, নাগরিকদের অভ্যাসগত পরিবর্তন আনলে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সাফল্য অর্জন সম্ভব, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ডিএসসিসির প্রশাসকের বক্তব্য
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ—এই তিনটি জ্ঞানকেন্দ্র পরিচ্ছন্ন রাখতে সমন্বিতভাবে কাজ করবে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি। তিনি জানান, ডিএসসিসি এলাকায় প্রধান হাসপাতালগুলো থাকায় সারাদেশের ডেঙ্গু রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানের তুলনায় ভিন্ন হতে পারে।

তিনি আরও বলেন, হাসপাতাল এলাকায় সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এবং যানজট নিরসনে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবৈধ দখলদারদের আর ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ডিএসসিসি ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে বলে তিনি জানান।

অভিযানে উপস্থিত কর্মকর্তারা
অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ প্রশাসনের কর্মকর্তারা।

#ডিএসসিসি #ঢাবি #বুয়েট #ঢাকামেডিকেলকলেজ #পরিচ্ছন্নতাঅভিযান #ডেঙ্গুনিয়ন্ত্রণ #ঢাকানগর #শাহজাহানমিয়া #রেজাউলমাকছুদজাহেদী #DhakaSouthCity #CleanCampus #MosquitoControl #BangladeshNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *