বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

পূজায় স্নেহার চার গান 

Spread the love

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎস প্রোডাকশন্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে স্নেহা দাস অর্পিতার গাওয়া চারটি গান। গানগুলোর মাঝে একটি মৌলিক, একটি পূজার আগমনী সঙ্গীত এবং অপর দুটি আধুনিক গানের কভার সং। মৌলিক গানটি লিখেছেন রানা ইব্রাহীম ও সুর করেছেন অনিম খান। আর সবগুলো গানই কম্পোজ করেছেন অনিম খান ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের বিবি মরিয়ম উচ্চ বালিকা  বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নেহার সঙ্গীতের হাতেখড়ি মা শিপ্রা দাসের হাতে মাত্র চার বছর বয়সে । এর পরে একে একে তালিম নিয়েছে সঙ্গীত শিক্ষক অভিজিত দেব ও নিরঞ্জন চক্রবর্তী নিকট থেকে । স্নেহার বাবা অজিত দাস একজন সরকারী কর্মকর্তা হলেও অত্যন্ত সাংস্কৃতিক মনা মানুষ।  বাবার উৎসাহে সঙ্গীত চর্চায় নিজেকে বেগবান করেছে শিশু সঙ্গীতশিল্পী স্নেহা।

বর্তমানে স্নেহা  উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে  তালিম  নিচ্ছে, সরকারী সঙ্গীত শিক্ষা  কলেজের উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগের প্রভাষক সাইফুল তানকারের নিকট থেকে । স্নেহা জানায়, তার মূলত এখন একটাই  স্বপ্ন, আর সেটা হলো একজন আদর্শ সঙ্গীত শিল্পী হবার । সেকারনেই লেখাপড়ার পাশাপাশি পুরোটা সময় সে পার করছে সঙ্গীত চর্চার পিছনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *