
ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে পরিচালিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে সোমবার ১৫ জন সাংবাদিককে ‘গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়েছে। ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতীয়, স্থানীয়, টেলিভিশন, অনলাইন এবং বিজ্ঞাপন শাখা থেকে পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, এবং জাগো ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার-উল-করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম—এখানে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বক্তারা সাংবাদিকদের জেন্ডার সংবেদনশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সংবাদচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
‘গণমাধ্যম পুরস্কার ২০২৫’-এর বিচারকমণ্ডলী ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানজিদা আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সজীব সরকার, এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
বিজয়ীদের তালিকা:
জাতীয় সংবাদপত্র: শাহেরীন আরাফাত (সমকাল), রফিকুল ইসলাম (ডেইলি সান), জাফর ইকবাল (কালবেলা), নাজনীন আখতার ও মানসুরা হোসাইন (প্রথম আলো)।
স্থানীয় সংবাদপত্র: আওয়াল শেখ (জন্মভূমি), শরীফুল রুকন (একুশে পত্রিকা)।
টেলিভিশন: মেহেরিন এ্যানি (এখন টিভি), জিনিয়া কবীর সূচনা (চ্যানেল ২৪)।
অনলাইন: জুবায়ের আহমেদ (কালের কণ্ঠ), আল-আমিন হাসান আদিব (জাগোনিউজ২৪), আরাফত জোবায়ের (ঢাকা পোস্ট), ইয়াসির আরাফাত রিপন (জাগোনিউজ২৪)।
বিজ্ঞাপন: শাহেদ শাহরুখ (ট্রিম পিকচার মিডিয়া), হাসান রেজাউল (যন্ত্রাক্ষী ফিল্মস)।
#MediaAward2025 #JournalismAward #PlanInternationalBangladesh #JagoFoundation #YouthForEquality #GenderSensitiveJournalism #BangladeshMedia #WomenInMedia #HalimahAkhtar #RashedaKChowdhury
