রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

এমাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ হবে: ধর্ম উপদেষ্টা

Spread the love

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মসজিদ মুসলিম সমাজের হৃদপিণ্ড। এটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সময়োপযোগী মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ মাসের মধ্যেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ হবে।”

আজ সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে “মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করা হচ্ছে। এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে, যা দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। তিনি জানান, “এই নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত থাকবে।”

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম “মসজিদ ব্যবস্থাপনা (সংশোধিত) নীতিমালা ২০২৫”-এর খসড়া উপস্থাপন করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব মো. কামাল উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি মুহাম্মদ আবদুল মালেক, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ও ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাদানী, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবু হুরায়রা, মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি কাসেম শরীফ।

বক্তারা মসজিদ নীতিমালাকে যুগোপযোগী ও বাস্তবভিত্তিক করার বিষয়ে তাদের সুচিন্তিত মতামত উপস্থাপন করেন।
কর্মশালায় দেশের অর্ধশতাধিক শীর্ষস্থানীয় আলেম-ওলামা অংশগ্রহণ করেন।

#MosqueManagement #IslamicFoundation #BangladeshIslamicAffairs #MosquePolicy2025 #ReligiousAdvisor #AFMKhaleedHossain #ImamMuezzin #BaitulMukarram #IslamicLeadership #MosqueDevelopment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *