রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

ই-বেইলবন্ড চালুর মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে: আসিফ নজরুল

Spread the love

নারায়ণগঞ্জে আজ আনুষ্ঠানিকভাবে চালু হলো ই-বেইলবন্ড। এর মাধ্যমে “এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে” বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ নারায়ণগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে “ই-বেইলবন্ড” এর পাইলটিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“নারায়ণগঞ্জকে মুক্তির প্রতীক হিসেবে দেখতে এখানে ই-বেইলবন্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবায় গতি আসবে। এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে — এটি নতুন বাংলাদেশ নির্মাণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ই-বেইলবন্ড সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।”

তিনি আরও জানান, আইসিটি বিভাগের কর্মকর্তারা নিজস্বভাবে এই সফটওয়্যার তৈরি করেছেন, যা কোনো ভেন্ডর-নির্ভর নয় এবং সরকারের ডিজিটাল সক্ষমতার অনন্য উদাহরণ। তিনি আরও প্রস্তাব দেন, “ওয়েব অ্যাপ্লিকেশনের পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা হলে সাধারণ ব্যবহারকারীরাও সহজে এই সেবা নিতে পারবে।”

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ই-বেইলবন্ডের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের জামিন প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে, যা বিচার ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে তুলবে।

#eBailBond #BangladeshJustice #DigitalBangladesh #AsifNazrul #Narayanganj #LawMinistry #eGovernance #JusticeReform #ICTDivision #OnlineBailSystem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *