রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫-এ যোগ দিলো কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল

Spread the love

ইতালির রোমে অনুষ্ঠিতব্য বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫-এ অংশ নিয়েছে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী-এর নেতৃত্বে একটি বাংলাদেশ প্রতিনিধি দল।

প্রতিনিধিদলে আরও রয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং অতিরিক্ত সচিব (পিপিসি উইং) ড. মোঃ মাহমুদুর রহমান।

ফোরামে বাংলাদেশের প্রতিনিধি দল কৃষি উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ এবং টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে বিভিন্ন সেশনে অংশ নিচ্ছে। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।

সফরকালে উপদেষ্টা ইতালির ইন্টেরিয়র মিনিস্টার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদর দপ্তরে আয়োজিত এই ফোরামটি ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে। ফোরামের এবারের মূল প্রতিপাদ্য হলো—“Transforming Food Systems for a Sustainable Future”

#WorldFoodForum2025 #BangladeshDelegation #FAORome #FoodSecurity #AgricultureInnovation #SustainableAgriculture #Nutrition #ClimateAction #JahangirAlamChowdhury #BangladeshAtWFF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *