
চীনের সাংহাইয়ে গতকাল (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই এর মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের মধ্যে নৌপরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উভয়পক্ষ মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি, চায়না এক্সিম ব্যাংকের সহায়তায় চলমান চুক্তি বাস্তবায়ন, এবং কারিগরি সহায়তা জোরদার করার বিষয়ে একমত পোষণ করে। চীনের ইয়ানতাই বন্দর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের মধ্যে যৌথ উদ্যোগে কাজের মাধ্যমে বন্দর সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে বৈঠকে আলোচনা হয়।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, “চীন বন্দর পরিচালনা ও ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বন্দরগুলোও অধিক লাভবান হতে পারবে।”
তিনি চায়না এক্সিম ব্যাংকের সাথে মোংলা বন্দরের লোন এগ্রিমেন্ট দ্রুত সম্পাদন এবং চীনের সহায়তায় মোংলা বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. সাখাওয়াত হোসেন আরও উল্লেখ করেন, “গোয়াংজু মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের সী ফেয়ারদের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”
তিনি চীনে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির অনুরোধ জানান।
চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) স্বাক্ষর করে যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে, তা দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।”
বাংলাদেশের পক্ষ থেকে উপদেষ্টা মোংলা, চট্টগ্রাম ও পায়রা বন্দরসহ অন্যান্য সমুদ্র ও নদীবন্দর উন্নয়নে চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “চীনের অবদান বাংলাদেশের বন্দর খাতকে আরও গতিশীল করছে, যা দেশের সামুদ্রিক বাণিজ্য ও সংযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে।”
বৈঠক শেষে উভয়পক্ষ আশা প্রকাশ করে যে, এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে পরিণত করবে। বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#BangladeshChina #MaritimeCooperation #MonglaPort #ShippingSector #PortDevelopment #ChinaEximBank #BRI #BeltAndRoad #BangladeshEconomy #InfrastructureDevelopment #ShanghaiMeeting #BangladeshMaritime
