
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৮তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। শনিবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ব্যবসায় শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য ব্যবসায় শিক্ষার গুরুত্ব অপরিসীম।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন ও প্রক্টর শাহ রেজা এম. ফাহাদ হোসেন।
নবীনদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে যোগ দেন ব্যবসায় শিক্ষা বিভাগের সফল প্রাক্তন ছাত্র-ছাত্রীরা, যারা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ব্যবসায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে সহকারী অধ্যাপক ফারিহা তাজিন, বিবিএ প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে সবাইকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে সহকারী অধ্যাপক ড. স্যান্ডি ফ্রান্সিস পিরিস ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করে এসইউবি বিজনেস ক্লাব।
#StateUniversityOfBangladesh #SUB #SUBBusinessDepartment #নবীনবরণ২০২৫ #BusinessEducation #SustainableDevelopment #UniversityEvent #HigherEducation #SUBBusinessClub #DhakaUniversityLife
