
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ (Ruediger Lotz)। সোমবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে, এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই।
গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে তিনি বলেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি বা ফোন করে নির্দেশ দেওয়ার ঘটনা ঘটছে না। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকারের সমালোচনাও করতে পারছে।”
রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎকালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির।
#BangladeshGermanyRelations #InformationMinistry #RuedigerLotz #MahfuzAlam #MediaFreedom #DhakaDiplomacy #GermanEmbassy #BangladeshNews #EconomicCooperation #HigherEducationAbroad
