রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

ডেমন স্লেয়ার-এর সাফল্যের পর আরেকটি জাপানি সিনেমা আনছে স্টার সিনেপ্লেক্স

Spread the love

বিশ্বব্যাপী জাপানি অ্যানিমে সিনেমার জনপ্রিয়তার ধারাবাহিকতায় আবারও নতুন চমক নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’-এর সাফল্যের পর এবার বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি পেতে যাচ্ছে ‘চেইনসো ম্যান: দ্য মুভি – রেজ আর্ক’।

ডার্ক ফ্যান্টাসি ঘরানার এই অ্যাকশন সিনেমাটি নির্মিত হয়েছে জনপ্রিয় মাঙ্গা সিরিজ ‘চেইনসো ম্যান’–এর ‘রেজ আর্ক’ অধ্যায় অবলম্বনে। ছবির পরিচালক তাতসুয়া ইয়োশিহারা, যিনি পূর্বে অ্যানিমের প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন।

বিশ্বজুড়ে বক্স অফিসে সাফল্যের ঝড়

গত ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়ে চলেছে। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে প্রায় এক বিলিয়ন ডলার, আর টানা চার সপ্তাহ ধরে এটি শীর্ষস্থান ধরে রেখেছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে, অর্থাৎ ২৪ অক্টোবর, মুক্তি পাচ্ছে ‘চেইনসো ম্যান: দ্য মুভি – রেজ আর্ক’।

ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও দানব জগতের লড়াই

ছবির কাহিনি ঘোরে মূল চরিত্র ডেনজি ও রহস্যময় নারী রেজ-কে ঘিরে। রেজ ক্যাফেতে কাজ করলেও তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি। তাদের সম্পর্ক রোমান্টিক দিক থেকে শুরু হলেও দ্রুত তা পরিণত হয় তীব্র সংঘর্ষে।

যখন ডেনজি তার প্রকৃত পরিচয় জানতে পারে, তখন শুরু হয় ভয়াবহ যুদ্ধ — যেখানে মানবতা ও দানবীয় শক্তির মধ্যে লড়াই চূড়ান্ত রূপ নেয়। এই গল্পে ভালোবাসা, আত্মপরিচয়ের অনুসন্ধান, বিশ্বাসঘাতকতা ও আত্মত্যাগের মতো বিষয়গুলো অনন্যভাবে ফুটে উঠেছে।

বাংলাদেশে দর্শকদের আগ্রহ

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক দর্শক ইতোমধ্যে অগ্রিম টিকেট বুকিংয়ের জন্য যোগাযোগ করছেন। ‘ডেমন স্লেয়ার’-এর মতো এই সিনেমাটিও বাংলাদেশের তরুণ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু দৃশ্যের কারণে শিশু ও কিশোরদের জন্য ছবিটি দেখা অনুপযুক্ত হতে পারে।

#StarCineplex #ChainsawManMovie #RezeArc #AnimeInBangladesh #JapaneseAnime #DemonSlayer #ChainsawMan #TatsuyaYoshihara #AnimeFilm #BangladeshCinema #DarkFantasyAnime #CineplexDhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *