রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

সিংগাইরে মাদ্রাসায় বেঞ্চ-টুল উপহার দিলো জেসিআই মানিকগঞ্জ

Spread the love

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হযরত রুকাইয়া বিনতে মোহাম্মদ (সঃ) মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বসার বেঞ্চ ও টুল উপহার দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ।
সম্প্রতি আংগারিয়া গ্রামে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জেসিআই মানিকগঞ্জের প্রতিনিধি দল বেঞ্চ-টুলগুলো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন, “জেসিআই বাংলাদেশের মূল লক্ষ্য টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা। ‘উজ্জীবন’ প্রকল্পের অংশ হিসেবেই আমরা এই শিক্ষা সহায়তা কার্যক্রম হাতে নিয়েছি।”

তিনি আরও জানান, “এই বছর আমরা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রদানের একটি প্রকল্প বাস্তবায়ন করেছি, যার মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে উঠছেন।”

সংগঠনের সেক্রেটারি জেনারেল আরিফুল হোসেন বলেন, “আমাদের প্রতিটি প্রজেক্ট এমনভাবে পরিকল্পিত হয়, যাতে এককালীন নয় বরং ধারাবাহিকভাবে মানুষ উপকৃত হতে পারে। সামাজিক উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব থাকে।”

লোকাল ট্রেজারার এম. রেজাউল করিম (আর. কে. জ্যান) জানান, “এই মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে তিন ধাপে কাজ করবে জেসিআই মানিকগঞ্জ। প্রথম ধাপ ‘উজ্জীবন (ফেইজ-১)’ হিসেবে শিক্ষার্থীদের জন্য ৩০টি বেঞ্চ-টুল প্রদান করা হয়েছে।”

মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “আগে শিক্ষার্থীদের মাটিতে বসে পড়াশোনা করতে হতো। এখন তারা বেঞ্চে বসে স্বাচ্ছন্দ্যে ক্লাস করতে পারবে। ভবিষ্যতে অবকাঠামোগত উন্নয়নেও জেসিআই মানিকগঞ্জ আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক সাঈদ আলী, পরিচালক মাওলানা আশরাফ আলী, এবং জেসিআই মানিকগঞ্জের সদস্যরা — আল আমিন, নাহিদ সিদ্দিকী ও হুমায়ুন কবির।

উল্লেখ্য, জেসিআই মানিকগঞ্জ হচ্ছে জেসিআই বাংলাদেশের একটি সক্রিয় স্থানীয় সংগঠন, যা যুব নেতৃত্ব বিকাশ, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

#জেসিআইমানিকগঞ্জ #JCIManikganj #JCIbangladesh #Singair #EducationSupport #SocialDevelopment #UjjibonProject #YouthLeadership #WomenEmpowerment #ManikganjNews #CSRinitiative

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *