দুর্গাপূজা উপলক্ষ্যে নির্মিত হয়েছে গানচিত্র ‘মায়ের আগমনী’। গানে কন্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী জয় ও অবন্তী দেব সিঁথি। গানটিতে তাদের সঙ্গে কোরাস কণ্ঠ দিয়েছেন সুপ্রকাশ, শান্তা সাহা, দীপ্তি সরকার ও এনামুল। গত ৪ অক্টোবর রাতে সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানের কথা লিখেছেন মিল্টন খন্দকার। গানটি মিউজিক কম্পোজিশন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী অপু আমান। গানটির একটি ভিডিওিচত্রও তৈরি করা হয়েছে। ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। ঢাকেশ্বরী মন্দির, ও রমনা কালী মন্দিরে এই গানের ভিডিওটির শুটিং হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু ও অলংকার এক ঝাক নৃত্যশিল্পী।
গান প্রসঙ্গে জয় বলেন, ‘মায়ের আগমনী গানটি’র জন্য বিশাল আয়োজনে একটা মিউজিক ভিডিও তৈরি হয়েছে, ইমন ভাই যথেষ্ট আন্তরিকতা নিয়ে ভিডিওটি তৈরি করেছেন। আর গানটিও চমৎকার হয়েছে। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির, ও রমনা কালী মন্দিরে এই গানের ভিডিওটির শুটিং হয়েছে। আমার মনে হয় না এর আগে বাংলাদেশে পূজার জন্য এতো ব্যয়বহুল গানের মিউজিক ভিডিও কেউ বানিয়েছে। আশা করছি এবার পূজায় সারা দেশের মন্ডবগুলোতে গানটি বাজবে।’
সিঁথি বলেন, ‘গানটি অনেক ভাল হয়েছে, গানটি যেহেতু পূজা উপলক্ষ্যে তাই আমরা যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। পূজা উপলক্ষ্যে কাজটি করতে পেরেও ভাল লেগেছে। এখন দর্শক শ্রোতাদের যদি ভাল লাগে তাহলেই আমাদের চেষ্টা স্বার্থক হবে।’
গানের লিংক- https://youtu.be/-pVDhzelf2c