সোমবার, ডিসেম্বর ২Dedicate To Right News
Shadow

আজ থেকে শুরু হচ্ছে দেশীয় ই-কমার্স এর “১০-১০” উৎসব

Spread the love

আজ ১০ অক্টোবর থেকে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব “১০-১০” শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠিত দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে ২০ দিনব্যাপী এই উৎসবে। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের “১০-১০” এর স্লোগান “জেনে, শুনে, বুঝে – শপিং করুন অনলাইনে”।

ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এই বছরের “১০-১০” আয়োজন গ্রাহক সচতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। প্রতিষ্ঠানসমূহ গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। আগামী ২০ দিন গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ডেলিভারী চার্জ ফ্রি সহ বিভিন্ন সুবিধা পাবেন। এছাড়া প্রতিষ্ঠানগুলো নিরাপদ ই-কমার্সের প্রসারের লক্ষ্যে ই-কমার্স সংক্রান্ত বিভিন্ন ইতিবাচক প্রচারণরায় অংশ নেবে বলে জানিয়েছে।

উৎসবের সাথে জড়িত সবগুলো প্রতিষ্ঠান দেশীয় মালিকানা, ই-ক্যাবের সদস্যভূক্ত ও নিরাপদ পণ্য সেবা দিয়ে থাকে তাই টেন টেন উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এই উৎসবে সে সকল ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সাথে বেশ কয়েক বছর সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যাদের ব্যাপারে কোনো ধরণের বিতর্ক নেই। চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, বাংলা শপার, দ্যা মল বিডি, সেবা এক্সওয়াইজেড, পাঠাও ফুডস, প্রথমা, গেজেট এন্ড গিয়ার, একশপ, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, বেবি কেয়ার, আদি, স্টারটেক সহ ২০টি ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি অংশ নিচ্ছে ।

আয়োজক পার্টনার হিসাবে আছে ইকমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব )। মোবাইল ফাইন্যান্স কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসাবে থাকছে এই আয়োজনে। ডেলিভারি পার্টনার হিসাবে আছে ডেলিভারি টাইগার।

২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দিচ্ছে সারাদেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *