দেশের খবর, দশের খবর স্লোগান ধারণ করে অগ্রযাত্রার ছয় বছর পূর্ণ করল দৈনিক বাংলাদেশের খবর। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে এবার বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বিগত বছরের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অগণিত পাঠক মন জয়ের ধারাবাহিকতা ধরে হাঁটতে চায় বর্ষপূর্তিতে নতুন প্রেরণায় উদ্দীপ্ত সংবাদপত্রটি।
ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরায় নিজস্ব কার্যালয়ে ১০ অক্টোবর বাংলাদেশের খবর-এর ষষ্ঠ বর্ষপূর্তির কেক কাটেন সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন।
এ সময় পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া ও উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পত্রিকার ষষ্ঠ বর্ষপূর্তিতে বিভিন্ন শিল্পোদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার প্রতিনিধিরা শুভেচ্ছা জানান।
এছাড়া ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপনে সীমিত পরিসরে একই আয়োজন ছিল দেশের সব জেলা ও বিভাগীয় শহরেও। কোথাও কোথাও আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। এসব অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।