
১১ অক্টোবর ঢাকাস্থ ৭১ মিলনায়তনে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট-এর ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। স্ব-স্ব বিভাগে তাদের অসাধারণ নৈপুণ্য ও সেরা ফলাফলের ভিত্তিতে এই প্রণোদনামূলক পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব এবং এনএসডিএ-এর সম্মানিত চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট-এর অধ্যক্ষ কে এম হাসান রিপন।
অনুষ্ঠানে সর্বমোট ৫৭ জন ছাত্র/ছাত্রীকে পুরস্কার স্বরূপ ক্রেস্ট, শ্যাসে ও ব্যাচ প্রদান করা হয়। ২৩জনকে সেরা ফলাফলের জন্য পুরস্কৃত করা হয়, ৩৬ জনকে ক্যাম্পাস স্টার অভিষিক্ত করে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ দক্ষতা অর্জন করা সবারই প্রয়োজন। যার দক্ষতা থাকবে তাকে কাজ খুঁজতে হবে না, কাজ তাকে খুঁজে নিবে।” বিশেষ অতিথি বলেন, “ আমি জানি এবং আমি পারি এই দুটো থাকলে সাফল্য তার পিছু ছাড়বে না, এটা অণুশীলনেই সম্ভব।” অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্যে ছাত্রদের বলেন, “ প্রতিটি পদে পদে সাফল্য রাখার চেষ্টা করবে এবং মানুষের মত ভাল মানুষ হবে।”
কয়েকজন শিক্ষার্থী দৃষ্টান্তমূলক উদাহরণ রেখেছে এবং সহশিক্ষা সহ এই পুরষ্কারের আওতায় এসেছে। উল্লেখ্য ১৮ র্মাচ ২০২০ ইং তারিখ থেকে মহামারীর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও ড্যাফোডিল পলিটেকনিক অনলাইনে নিয়মিতি ক্লাস ও পরীক্ষা সহ সকল শিক্ষাকার্যক্রম অব্যাহত ছিল।