
কন্ঠশিল্পী তারান্নুম আফরীন এবার এবার হাজির হলেন ভিন্নধর্মী মেলোডিয়াস প্রেমের গান নিয়ে। গানটি তার সঙ্গে দ্বৈত কন্ঠে গেয়েছেন এসকে সানু। এসকে সানুর সুর ও সংগীতে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। গানটিতে মডেল হয়েছেন অপু ও নিশু। সম্প্রতি গানটি ড. তারান্নুম আফরীন’স স্টুডিওর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।
নতুন গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ’পিওর রোমান্টিক একটা গান। গানের ভিডিওতে অপুকে নেয়ায় অনেকেই অনেক কথা বলেছেন। আমার কাছে মিউজিক ভিডিও জিনিসটা বইয়ের প্রচ্ছদের মতো। যারা গান বোঝেন না তাদের জন্য। আর যারা গান বোঝেন তারা তো আজকাল গান শোনেনই না! অনেক সেলিব্রেটি মডেলই গানে অভিনয় করে সেটি শেয়ার দেয়ার সৌজন্যতাটুকুও দেখান না। সেদিক থেকে অপু’র শ্রদ্ধাবোধ আমার কাছে হাজারগুণ বেটার।’
উল্লেখ্য, এর আগে তারান্নুম আফরীন কুমার শানু, আসিফ আকবর, কাজী শুভ, মিলন, শাওন গানওয়ালাসহ আরো অনেকের সঙ্গে দ্বৈত গান গেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক এক্সক্লুসিভ প্রজেক্ট। গানের ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=qmadFEd87ro