বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

আসছে সালমা-ডন জুটির নতুন গান

Spread the love

বেশ কিছু গান গেয়ে শ্রোতা মনে আলাদা আসনে সমাদৃত কণ্ঠশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি লেখালেখিতে হাতটা তার বেশ। সুর তাল লয় নিয়ে খেলা করতে ভীষণ পছন্দ ডনের। তাই তো গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর এবং কথাতেও মুন্সিয়ানার পরিচয় মিলেছে তার। অবশ্য গানের কথা লেখা কিংবা সুর দেয়া ডনের জন্য নতুন ঘটনা নয়। সুরের ভুবনে পা রাখার পর থেকেই এই কাজ অত্যন্ত দক্ষতা এবং সুনিপুনতার সঙ্গে করে যাচ্ছেন।

একক গান গেয়ে ইতোমধ্যে সুনাম কুঁড়ানো ডন এবার দ্বৈত সঙ্গীত নিয়ে আসছেন। যেখানে তার সঙ্গে সুরে সুর মেলাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। ২০০৬ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর বিজয়ী সালমার সঙ্গে দ্বৈত গান গাইবেন। কোনো নারী কণ্ঠশিল্পীর সঙ্গে এবারও প্রথম জুটি বাধলেন সুরের ভুবনে নতুন গানের পাখি ইকবাল বিন আনোয়ার ডন।

‘তুমি কিসের পাইকার বলো রে বন্ধু; খুচরা বুঝো না/ ওই যে ভালোবাসা হয়না রে বন্ধু, পাইকারী বেচাকেনা/ প্রেম বাজারে আমি বন্ধু বড় মহাজন/ জানো তো খুচরা ছাড়া মিলবা না রে মন’-এমন কথায় সালমার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে ডনকে। আধুনিক-ফোক ঘরনার গানটির লেখা এবং সুর দুটোই শিল্পী ডনের পরিশ্রমের ফল।

গানটি নিয়ে শিল্পী ডন বেশ আশাবাদী। শ্রোতাদের ভিন্ন কিছু দিতে বরাবরই চেষ্টা থাকে তার। সালমার সঙ্গে গাওয়া দ্বৈত গানটিই শ্রোতাদের মনে ঠাঁই করে নেবে বিশ্বাস ডনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *