রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

আসছে অথৈ-শিশিরের “কালবেলা”

Spread the love

মুক্তিযোদ্ধা, বরেণ্য চলচ্চিত্রকার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক সাইদুল আনাম টুটুলের সর্বশেষ নির্মাণ মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালবেলা’। চলচ্চিত্রটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এবং প্রযোজনা সংস্থা আকার-এর ব্যানারে নির্মিত। মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আকার-এর যৌথ আয়োজনে গতকাল ৮ ডিসেম্বর বিকাল ৫ টায় ঢাকার আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘কালবেলা’ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কাজী মদিনা, অধ্যাপক মুনতাসির মামুন, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ, চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান, চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, নাট্যকার মাসুম রেজা এবং আরো অনেকে।

চলচ্চিত্রটি আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

‘কালবেলা’ একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন নারীর সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত। এই চলচ্চিত্রে ফুটে উঠেছে যুদ্ধকালীন সময়ে সাধারন মানুষের আশ্রয়ের সন্ধানে অনিশ্চিত যাত্রা, পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের নির্মম নৃশংসতা এবং যুদ্ধকালিন সামাজিক অস্থিরতা।

চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ এবং শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে রয়েছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, শেখ মাহবুবুর রহমান, সায়কা আহমেদ, জুলফিকার চঞ্চল, কোহিনুর আলম, তানভীর মাসুদ ও আরো অনেকে। চলচ্চিত্রটির চিত্রগ্রহন করেছেন রিপন রহমান খান। সম্পাদনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সামির আহমেদ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ফরিদ আহমেদ, যিনি করোনা আক্রান্ত হয়ে গত ১৩ এপ্রিল ২০২১ সালে মৃত্যুবরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *