শনিবার, অক্টোবর ৫Dedicate To Right News
Shadow

রায়নার কণ্ঠে মাদকবিরোধী গান

Spread the love

“মাদক এবং আত্মহত্যা হতাশার কোন সমাধান নয়, এসো নিজেকে এবং জীবনকে ভালোবাসি”– এমন বক্তব্য নিয়ে গাইলেন প্রতিশ্রুতিশীল গায়িকা রায়না। রিয়াজ আহম্মেদের কথা ও সুরে ‘খাঁচায় বাাঁচা’ শিরোনামের এ গানটির সঙ্গীতায়োজন করেছেন সাহেদ রহমান। ৯ ডিসেম্বর গানচিল মিউজিক থেকে প্রকাশিত গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ইয়ামিন এলান। মাদকবিরোধী এ গানটি পৃষ্ঠপোষকতা করেছে ইগলু।

‘খাঁচায় বাঁচা’ শিরোনামের এ গানটি রায়নার কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান। এর আগে তিনি কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে ‘আয় খুকু আয়’ গেয়ে আলোচনায় আসেন।

এ প্রসঙ্গে রিয়াজ আহাম্মেদ বলেন, খাঁচায় বাঁচা একটি বক্তব্যমূলক গান।মূলত, আমাদের স্কুল কলেজ পড়ুয়া সন্তানেরা সামাজিক পারিবারিক বিভিন্ন টানাপোড়েনে দৃশ্যমান এবং অদৃশ্যভাবে খাঁচায় বন্দী। যা তাদের মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তুলছে প্রতিনিয়ত। ড্রাগ-আত্মহননের মতো কঠিন সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে অবলীলায়। পরিবার হারাচ্ছে প্রিয় সন্তান আর দেশ হারাচ্ছে মেধা।এই ম্যাসেজ সমাজের জন্য এখন ভীষণ অপরিহার্য।

জ্যাজ ঘারানার বক্তব্যধর্মী মৌলিক গানটি দিয়ে পথচলা শুরু হওয়াতে রায়নাও ভীষণ উচ্ছসিত। বন্ধুদের প্রতি তার আহবান দ্যুতিময় জীবনটাকে গুছিয়ে চলো, নষ্ট করোনা।

গানের লিঙ্ক: https://youtu.be/KG0eF3EjVn8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *