আগামী ১৬ ডিসেম্বরে বাংলাদেশের গৌরবময় মহান মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বিজয় দিবস উদযাপিত হবে। ডিসেম্বর মাস একটি বিশেষ তাৎপর্য বহন করে। এ উপলক্ষে একুশে টেলিভিশন ডিসেম্বরের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘গৌরব ৭১’। স্বাধীনতা পদকপ্রাপ্ত ও সদ্য পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত লে.কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক এর উপস্থাপনায় রুশো রকিবের প্রযোজনায় অনুষ্ঠানটি বীর মুক্তিযোদ্ধ, শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে থাকা বিদেশী বন্ধুরা নানা অভিজ্ঞতা ও সাহসীকতার দুর্লভ ঘটনার বর্ননা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
অতিথিদের মধ্যে রয়েছেন সাহাব উদ্দিন আহমেদ, বীর উত্তম, লেফটেন্যান্ট কমান্ডার(অব.) মো. জালাল উদ্দিন, বীর উত্তম, আলমগীর সাত্তার, বীর প্রতীক, মো. আবুল হাসেম (টিজে), বীর বিক্রম, মাহাবুব উদ্দিন আহমদ, বীর বিক্রম, জুলিয়ান ফ্রান্সিস, ড. মো. শাহজাহান, মকবুল ই-ইলাহী চৌধুরী, মুক্তিযোদ্ধা, কমোডর এ ডব্লিউ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম, রোকেয়া কবীর, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক নাজমা শাহীন, বীর মুক্তিযোদ্ধা, ড. সামাদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা, গীতশ্রী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, এ্যারোমা দত্ত এবং এম পি, মো. নূর আলী, বীর মুক্তিযোদ্ধা।
এছাড়া ১৬ ডিসেম্বর বিশেষ পর্বে বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্ধোপাধ্যায়ের উপস্থাপনায় অতিথি হয়ে মুক্তিযুদ্ধের নানা অভিজ্ঞতা ও সাহসীকতার দুর্লভ ঘটনার বর্ননা দিয়েছেন দ্য পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত লে.কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক।