গত ১১ ডিসেম্বর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে ও আপীল বোর্ডের উপস্থিতিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২১-২০২৩ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য সাধারণ ভোটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে থেকে ৪ জন, মোট ১৩ জন পরিচালক নির্বাচিত হন।
আজ ১৩ ডিসেম্বর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বাবু, এমপি এবং সদস্যদ্বয় জে. এ. এন. এসোসিয়েটস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ এইচ কাফী এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারীর তত্ত্বাবধানে নির্বাচিত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন পরিচালক ও সহযোগী সদস্য শ্রেণী থেকে ৪ জন পরিচালক, মোট ১৩ জন পরিচালকের মধ্যে পদবণ্টনের নির্বাচন আইএসপিএবি সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
হৃদ্যতাপূর্ণ পরিবেশে কার্যনির্বাহী পরিষদের পরিচালকদের মধ্যে পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের পক্ষে বীরেন্দ্র নাথ অধিকারী ফলাফল ঘোষণা করেন। আইএসপিএবি এর কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।