শনিবার, এপ্রিল ২৭Dedicate To Right News
Shadow

হিল ই-কমার্স সোসাইটির (হিলস) দুই দিনব্যাপী সম্মেলন

Spread the love

২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী হিলস সম্মেলন। রাঙ্গামাটিতে এই প্রথম উদ্যোক্তাদের নিয়ে এতো বড় সম্মেলন হতে যাচ্ছে। এখানে মিলিত হবে সারাদেশের দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাবৃন্দ। সম্মেলনের প্রথমদিন থাকছে বর্ণিল উদ্বোধন, সেমিনার ও পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী নাচ এবং মিউজিক্যাল পারফরম্যান্স।

উদ্বোধনী পর্বের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব দীপংকর তালুকদার (এমপি ও সভাপতি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটি)।

সেমিনার পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব নিখিল কুমার চাকমা, চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

দ্বিতীয়দিন রয়েছে কাপ্তাই হ্রদ ভ্রমণ ও বনভোজন।

সম্মেলনের স্বপ্নদ্রষ্টা হিল ই-কমার্স সোসাইটির এডমিন মনি পাহাড়ী বলেন- “গত ৪ঠা মে ২০২১ ঐতিহ্যবাহী দেশীয় সৃষ্টিগুলোকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার লক্ষ্যে হিল ই-কমার্স সোসাইটি (হিলস) এর যাত্রা শুরু হয়। অখন্ড বাংলাদেশের পার্বত্য অঞ্চল এর অনবদ্য সৃষ্টিগুলো বিশেষত্ব নিয়ে ছড়িয়ে যাবে সারাদেশে সেটাই চাওয়।সেই সাথে সমতলের অনবদ্য সৃষ্টিগুলোর সাথে পরিচিত হবে পাহাড় সেটাও আমাদের লক্ষ্য। আর এভাবেই পাহাড় আর সমতলের মেলবন্ধন এক সুরে গাইবে দেশ।। ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবসায়িক প্রসারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে উদাহরণযোগ্য অবদান রাখবে হিল ই-কমার্স সোসাইটি (হিলস) সেটাই স্বপ্ন। সমন্বিত প্রয়াসে যে কোনোকিছুর বাস্তবায়ন সহজ হয় বলে জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করতে “হিলস” সম্মেলনের আয়োজন।”

ইতোমধ্যে দেশী ই-কমার্স প্লাটফর্ম হিসেবে পার্বত্য চট্টগ্রামের শীর্ষ অবস্থানে চলে এসেছে “হিলস”! মাত্র ৮ মাসে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার। ই কমার্স গ্রুপ হিসেবে “হিলস” দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

এ বিষয়ে সিনিয়র মডারেটর ননিকা চাকমা বলেন, “দেশী প্রোডাক্ট নিয়ে কাজ করার পেছনে আমাদের বেশকিছু যুক্তি রয়েছে। আমাদের দেশের অসাধারণ অনেক সৃষ্টি রয়েছে। সেগুলো বাইরের প্রোডাক্টের চাকচিক্যের ভিড়ে হারিয়ে যাক সেটা চাই না। আমাদের দেশের টাকা বাইরে না যেয়ে অন্য দেশের টাকা এদেশে আসবে সেটা স্বপ্ন ছিল। আশাব্যন্ঞ্জক বিষয় হচ্ছে এই কাজটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”

এতো অল্প সময়ে দেশী ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে যে আলোড়ন সৃষ্ট হয়েছে তার অন্যতম কারণ “হিলস” এ কেবল প্রোডাক্ট এর গল্প হয়না বরং প্রকৃতি, জনজীবন ও সংস্কৃতিকেও বিশেষভাবে তুলে ধরা হয়। এতে পাহাড়ের প্রতি দারুণ আকর্ষণ তৈরি হচ্ছে সবার। পাহাড়ের পাশাপাশি সমতল এর ঐতিহ্যবাহী নানানকিছু রয়েছে এখানে। পাহাড়কে জানছে সমতল আর সমতলকে নিবিড়ভাবে দেখছে পাহাড়। পরস্পরের মধ্যে অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। “হিলস” টিম মনে করে এই সম্পর্কটাই তাদের সবচেয়ে বড় শক্তি।

মাত্র আট মাসেই বেশ ১৭ জন লাখপতি সেলার তৈরি হয়েছে হিল ই-কমার্স সোসাইটি থেকে। তাঁরা হলেন- ইলোরা সুলতানা, স্বপ্না চাকমা এসএফ জ্যোতি, ঊর্মি গোস্বামী নীড়, ভানতংকুং বম, মহিউদ্দীন সজীব, শশী সাহা, টিটু কর্মকার, পারু চাকমা, আফরোজা সাদিয়া, মেহনাজ রহমান লিরা, সোহানা পারভীন, হুমায়েরা ঐশী, রেদোয়ান রাজু, জালাল হোসেন সেতু, মাফরুহা চৌধুরী, পিটম চাকমা। এই অর্জনের পেছনের কারণ হিসেবে দেখা যায় “হিলস” এ ক্রেতা উদ্যোক্তা সমান মর্যাদায় অবস্থান করেন। এ বিষয়ে অর্থ সম্পাদক মেহনাজ রহমান লিরা বলেন, “লাখপতি সেলার যেমন রয়েছেন সেভাবে লাখপতি বায়ারও আছেন আমাদের। আমরা সহজ যোগাযোগ স্থাপনের জন্য মাঝে মাঝে বিনোদন এর আয়োজন করি। মাসপূর্তিতে গ্রুপ উন্নয়নে নানান দিক নিয়ে কথা বলি। কথার মাঝে গান হয়। গল্প হয় ফেসবুক লাইভে। এ বিষযে আশিক সুমন ভাই এর নাম না বললেই নয়। এতে আরও কাছের হয় সম্পর্কগুলো। এভাবে আমরা এক হয়ে যাই। ”

হিল ই-কমার্স সোসাইটিতে বেশকিছু টিম কাজ করছে।
তারমধ্যে সিনিয়র মডারেটর হিসেবে রয়েছেন- ননিকা চাকমা, মাফরুহা চৌধুরী, ভানতংকুং বম, মেহনাজ রহমান লিরা,রুমানা খানম, জান্নাত আরা ঝুনু, দীপ্তা দেওয়ান, বি. জামান রিপিট, সুশান্ত তঞ্চঙ্গ্যা, পিটম চাকমা।

মডারেটর হিসেবে আছেন- ইলোরা সুলতানা, এস এফ জ্যোতি, ঊর্মি গোস্বামী নীড়, নব কুমার, হুমায়রা ঐশী,শামীমা হক, লায়লা কামরুন নাহার, মোহাম্মদ মাজেদুল ইসলাম , আইশা চাকমা।

পরিচালক হিসেবে রয়েছেন- কামরুজ্জামান রঞ্জু, শফিক পাহাড়ী, রূদাবা রায়হান, মনিরুল হক, জুয়েল বড়ুয়া ইমন, রন্ত কুমার তঞ্চঙ্গ্যা, রেজাউর রহমান রিজভী, ইকবাল আহমেদ জনি, ধ্রুব হাসান বিপ্লব সরকার, সোহানা পারভীন, আলমগির কবীর, রুবেল মিয়া, তাহসিন রহমান ও আশিক সুমন।

লিগ্যাল এডভাইজার হিসেবে আছেন সুপ্রিম কোর্ট এর আইনজীবী হাবিব রাব্বানী উচ্ছ্বাস।

এর বাইরেও তরুন টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সাফায়েত মজুমদার হিমেল, স্বপ্না চাকমা, মহিউদ্দিন সজীব, রুবিনা বেগম, আইশি চাকমা, লিলি, খুশি ডুং কেপি, নাহার মুন্নী তাসনিয়া পাখি, প্রিভেল চাকমা,উম্মে হাবিবা বৃষ্টি, সাদমান খান, এলি চাকমা, মেরী চাকমা, আফরোজা সাদিয়া, কানিজ রুমকি,সুশান্ত চাকমা, মিনু খেয়াং, সীমা ত্রিপুরা, আজিজুল হক লিমন, আব্দুল্লাহ।

হিল এর সুপ্রিম বোর্ড মেম্বার হিসেবে আছেন মনজুরুল হান্নান (সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), ওমর ফারুক (সভাপতি,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,রাঙ্গামাটি), বিপ্লব চাকমা ( পরিচালক নাসিব, নির্বাহী পরিচালক আশিকা), ফজলে এলাহী (সম্পাদক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম)।

তাঁদের বাইরেও শুভাকাঙ্ক্ষী হিসেবে হিল এ বিভিন্ন অঙ্গনের প্রতিথযশা বেশ কয়েকজন মানুষ যুক্ত রয়েছেন এবং যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত। পাহাড়ের প্রতি বিশেষ টান জাগিয়ে তোলায় বড় ভূমিকা রাখছে হিল ই-কমার্স সোসাইটি।

পার্বত্য অঞ্চলের দেশী ই-কমার্স প্লাটফর্ম এর সম্ভাবনার জায়গাটা “হিল ই- কমার্স সোসাইটি” দেখিয়েছে। এই অর্জনের পাশাপাশি আরও বহু অর্জনের পালক যুক্ত করতে “হিলস সম্মেলন ২০২১” বিশেষ ভূমিকা রাখবে বলে সকলের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *