আজ ২৬ ডিসেম্বর। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি পদার্পণ করলো ১৭তম বছরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- শুরুতেই আমি চ্যানেলটির সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১৬ বছর অতিক্রম করে ১৭ বর্ষে পদার্পণ করেছি।
দর্শকদের পছন্দ ও রুচির প্রতি দায়বদ্ধতার পাশাপাশি তাদেরকে সচেতন করা এবং সবদিক দিয়ে অগ্রগামী রাখার চেষ্টায় আরটিভি সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ। করোনা অতিমারির মাঝেও আমরা এবছর প্রথম বারের মতো মিউজিক অ্যাওয়ার্ডের সূচনা করেছি। সঙ্গীতাঙ্গণের সকল শাখার বিশিষ্টগণকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী তরুণ-তরুণীদের জন্য ‘ইয়াং স্টার’ নামে একটি গানের রিয়েলিটি শো করছি যা ইতিমধ্যে অনেক সম্ভাবনাময় শিল্পীকে আপনাদের দৃষ্টিগোচরে এনেছে। চলতি বছরে আমরা রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’, কিশোরী উন্নয়নমূলক অনুষ্ঠান ‘সর্বজয়া কিশোরী’, কমেডি শো ‘কমেডি ক্লাব’, ফোক গানের অনুষ্ঠান ‘ফোক স্টেশন’, সমসাময়িক বিষয় নিয়ে রাজনৈতিক টকশো ‘কেমন বাংলাদেশ চাই’, ‘এই মুহূর্তে বাংলাদেশ’সহ একাধিক অনুষ্ঠান প্রচার করার পাশাপাশি দেশের অপ্রগতিতে অবদান রাখা বিভিন্ন স্তরের মানুষকে সম্মাননা জানিয়েছি। নতুন বছরের চমক হিসেবে থাকবে বউ শ্বাশুড়ির টক মিষ্টি ঝাল সম্পর্ক নিয়ে অনুষ্ঠান ‘বউ কথা কও’, শিশুতোষ অনুষ্ঠান ‘মিসটেক’, লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান ‘কেশকাহন’, শেকড় সন্ধানী বাংলা গানের অনুষ্ঠান ‘হৃদয়ের গান’, পবিত্র রমজান মাস জুড়ে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ‘আলোকিত কোরআন’, ইসলামী সঙ্গীত রিয়েলিটি শো ‘মাহফিল’, ধারাবাহিক নাটক ‘গোলমাল’, ‘টিম ওয়েস্টিন্ডিজ’সহ একাধিক আয়োজন।
বিশ্বায়নের এই চ্যালেঞ্জিং সময়েও আমরা এগিয়ে যাচ্ছি। আরটিভির ফেসবুক পেজে ২৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে। আরটিভি ড্রামা পেজে ১.৬ মিলিয়ন এবং মিউজিক পেজে ফলোয়ার ১ মিলিয়নের অধিক ।
আরটিভির ইউটিউবে এখন পর্যন্ত মোট ভিউস ৫ বিলিয়ন, গ্রাহক সংখ্যা ২২ মিলিয়ন। আরটিভি নিউজ ১.৯ সাবস্ক্রাইবার, এছাড়া নাটক ও মিউজিকেও রয়েছে কয়েক লাখ ফলোয়ার।
আমরা আননন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, ইউটিউব কর্তৃপক্ষ থেকে আরটিভি গোল্ডেন বাটন- ৪ টি, সিলভার ১০ টি ও ডায়মন্ড বাটন পেয়েছে ১ টি।
স্যাটেলাইট চ্যানেল আরটিভি’র মতোই আরটিভি অনলাইনও রয়েছে বাংলাদেশের টেলিভিশনগুলোর মাঝে শীর্ষে। প্রতিদিন ৪লক্ষেরও অধিক মানুষ আরটিভি অনলাইন পড়েন এবং ফেসভিউর সংখ্যা ৬ লক্ষেরও অধিক।
সাধারণ মানুষের দুর্ভোগ ও সংকট সংবাদের মাধ্যমে তুলে ধরে আরটিভি দর্শকদের মুখপাত্র হয়ে উঠেছে। নাটকে আমরা সবসময় নতুনত্বকে প্রাধান্য দিয়ে যাচ্ছি। নিখাঁদ বিনোদনের জন্য সিনেমা, ওয়েবফিল্ম নির্মাণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির জন্য আরটিভি অবিরাম বহুমাত্রিক অনুষ্ঠান পরিকল্পনা ও নির্মাণ করে চলেছে। বিভিন্ন দিবস উপলক্ষে আরটিভি ভিন্ন ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যা অন্যদের চেয়ে আরটিভিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। দর্শকের প্রয়োজনে আমরা তাদের পাশে থাকতে পরেছি বলেই দর্শকরাও আমাদের পাশে আছেন। আরটিভি দেখেছেন।
আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতেও দর্শকরা আমাদের পাশে থাকবেন।
আবারো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।।