সেরা নাট্য নির্মাতার পুরস্কার পেলেন নাট্যনির্মাতা রানা বর্তমান। চ্যানেল আইতে প্রচারিত টেলিসিনেমা “প্রবাসির রাঙ্গা বৌ”-এর জন্য তাকে মৃত্তিকা একাডেমি অ্যাওয়ার্ড-২০২১ দেয়া হয়। ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৃত্তিকা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ প্রসঙ্গে নির্মাতা রানা বর্তমান বলেন, যতদিন মেরিল প্রথম আলো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাবো ততদিনই বাংলাদেশের একজন নির্মাতা হিসাবে এ আমার আক্ষেপ থেকে যাবে। আসলে আমার দৃষ্টি মেরিল প্রথম আলো জাতীয় পর্যায়ের কোন সম্মান। তারপরও কবি রানা হাসান ও মৃত্তিকা একাডেমি যে সম্মান প্রদর্শন করেছেন যা সত্যিই প্রশংকার দাবিধার। পরিশেষে কবি রানা হাসান, নাসির কাশেম, সম্মানিত হাসান ভাই রুপেল ভাই সহ আবু হুরায়ারা তানভির, নাদিয়া আফরিন মিম, বৈদ্য নাথ সাহা, হাসি মুন সহ সবার প্রতি কৃতজ্ঞ। ইউনিটের সবার একান্ত চেষ্টার ও ভালবাসার ফসল এ সম্মান।