সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

কন্ঠশীলণের নতুন নাটক ‘মুদ্রা-গ্রহণ’

Spread the love

দেশের অন্যতম বাচিক শিল্পের সংগঠন কন্ঠশীলণ আবৃত্তির পাশাপাশি নিয়মিত নাটকেরও মঞ্চায়ন করে থাকে। এবার সংগঠনটি মঞ্চে আনল নতুন নাটক ‘মুদ্রা গ্রহণ’। এটি এই দলের নবম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন নিথর মাহবুব এবং নির্দেশনা দিয়েছেন মীর বরকত। নির্দেশনা সহযোগী রইস উল ইসলাম। নতুন বছরের ২০২২ এর প্রথম দিনে ১জানুয়ারি বিকেল ৫টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় ঢাকার মিরপুরস্থ পাইকপাড়া সরকারি কলোনি সমিতি প্রাঙ্গণে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনার একটি হল কন্ঠশীলণের ‘মুদ্রা-গ্রহণ’।

খাদ্য ছাড়া পৃথিবীর সবকিছু অচল মানুষ যেন তা ভুলতে বসেছে। সকল প্রকার খাদ্যের মূলে রয়েছে কৃষকদের পরিশ্রমে মাটিতে ফলা ফসল। কিন্তু মুদ্রা নীতির কারণে আধুনিক সমাজে সেই কৃষকরাই অবহেলিত। অধিক লাভের আশায় মানুষ কৃষি বাদ দিয়ে ব্যবসা, মিল-ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছে, নষ্ট করছে ফসলী জমি। ন্যায়-নীতি, আদর্শ সব বিসর্জন দিয়ে মানুষ কেবল টাকার পিছনে ছুটছে। কারণ টাকা থাকলে গড়া যায় গাড়ি-বাড়ি সম্পদের পাহাড়, করা যায় ইচ্ছামতো ভোগবিলাস। কিন্তু এই মুহূর্তে মুদ্রায় যদি গ্রহণ লাগে, কাগজের সব নোট যদি সাদা হয়ে যায়, তাহলে কি হতে পারে পরিস্থিতি সেই চিত্রই নাট্যকার তুলে ধরেছেন স্যাটায়ার ধর্মী এই নাটকটিতে।

নাটকে অভিনয় করেছেন, আব্দুর রাজ্জাক, অপরেশ সাহা, সালাম খোকন, শফিকুল ইসলাম শফি, জেএম মারুফ সিদ্দিকী, রাজিয়া সুলতানা মুক্তা, আনুপমা আলম, আব্দুল কাইয়ুম, সোহেল রানা, ইকবাল হোসেন, নূরে সাবাহ জ্যোতি, আবু সাঈদ, আলমগীর হোসেন খান, ইয়াকুব কিশোর ও আইভি ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *