শনিবার, এপ্রিল ২৭Dedicate To Right News
Shadow

বইমেলায় খায়রুল বাবুইয়ের ‘দুড়ুম’

Spread the love

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে পাঠকপ্রিয় তরুণ লেখক খায়রুল বাবুইয়ের গল্পবই ‘দুড়ুম’। ভিন্ন স্বাদের আটটি গল্প রয়েছে বইটিতে। গল্পগুলোর শিরোনাম- আয়নাবন্ধু, জোড়া হালি ডজন, বানরের হাতে আবানের বল, কর্ম-ফল, হাসেম কেন হাসে না, মাছি খেলছে কানামাছি, ভাষ্য স্যার এবং দুডুম।

খায়রুল বাবুই বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রযুক্তিপণ্য-নির্ভর হয়ে পড়ায় শিশু-কিশোরেরা ছাপা বই পড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। কিন্তু সৃজনশীল বই পাঠের বিকল্প নেই। বছরব্যাপী সবাইকে এই চর্চার মধ্যে থাকা উচিত। রঙিন-স্বপ্নময় দুরন্ত শৈশব-কৈশোর কমবেশি আমাদের সবারই আছে। ‘দুড়ুম’ বইটি সব বয়সীদের পাঠ-উপযোগী। গল্পগুলো পড়ে আনন্দ পাওয়ার পাশাপাশি কল্পনার জগতকে আরও রঙিন করবে বলেই আমার বিশ্বাস।

বইটির প্রচ্ছদ করেছেন পলাশ সরকার। মুদ্রিত মূল্য ১২০ টাকা। প্রকাশ করেছ ‘বাবুই প্রকাশ’। বইমেলায় বাবুই-এর স্টল : ২৬১ ঘ-ঙ (শিশু চত্বর)।

বইমেলা ছাড়াও পাঠকরা রকমারি ডটকম (হটলাইন : ১৬২৯৭), বইবাজার ডটকম (১৬৭০৫), অথবা ডটকম (০৯৬১৩-৮০০৮০০) এবং বাবুই (০১৭১৫-৩৩১০৯৮)-এ ফোন করে ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন বইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *