মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

তিনদিনব্যাপী হিলস অনলাইন ফেস্টিভ্যাল

Spread the love

হিল ই-কমার্স সোসাইটিতে আয়োজিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী অনলাইন ফেস্টিভ্যাল। ২৪ তারিখ সকাল ১০ টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর জেনারেল ম্যানেজার জনাব জাহাঙ্গীর আলম শোভন। উৎসব চলবে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য ২০ ফেব্রুয়ারি ২০২২ হিলস এর সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০ হাজারে। এ উপলক্ষে মূলত এই অনলাইন ফেস্টিভ্যাল এর আযেজন। এতে রেজিস্ট্রেশনকারী উদ্যোক্তাদের দেশীয় প্রোডাক্ট প্রদর্শনী ও সেল এর পাশাপাশি দিনভর অনলাইনে পাহাড় সমতলের নাচ, গান, কবিতা, অভিনয় ইত্যাদি পারফরম্যান্স হবে। রাতে হবে লাইভ মিউজিক্যাল শো।

আরও থাকবে দিনের বিভিন্ন সময়ে বিজনেস সেক্টর, জনপ্রতিনিধি, সাংস্কতিক অঙ্গনসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানান অঙ্গনের বিশেষ জনদের শুভেচ্ছা ভিডিও ও পোস্ট।

উল্লেখ্য ৪ মে ২০২১ হিল ই-কমার্স সোসাইটি যাত্রা শুরু করে পাহাড় সমতলের উদ্যোক্তাদের মেলবন্ধনে দেশীয় প্রোডাক্টকে সারাদেশ এবং বিশ্বে পরিচিত করানোর স্বপ্ন নিয়ে।

এ বিষয়ে হিল ই কমার্স সোসাইটি’র এডমিন মনি পাহাড়ী বলেন- “৯ মাসে আমরা পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় দেশীয় ই-কমার্স গ্রুপে পরিণত হই। ইতোমধ্যে রাঙ্গামাটিতে একটি সম্মেলন হয় আমাদের যার উদ্বোধন করেন রাঙ্গামাটির মাননীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার মহোদয়। এখান থেকে ১৯ জন লাখপতি সেলার বেরিয়ে আসে ৯ মাসে। মোট সেল দাঁড়ায় অর্ধকোটি টাকার উপরে।

তিনি আরও বলেন- “আমরা মনে করি বিজনেস বা উদ্যোগ কোনোটাই সংস্কৃতির বাইরের কিছু নয়। সে কারণে হিল ই-কমার্স সোসাইটি শুরু থেকে উদ্যোগের সাথে সাথে সামগ্রিক জীবনাচরণের অংশ হিসেবে প্রকৃতি, জনপদের গল্প ও সাংস্কৃতিক কর্মকান্ডকে সমান গুরুত্ব দিয়ে আসছে- যার একটা প্রতিফলন এই অনলাইন ফেস্টিভ্যালও থাকবে।”

ফেস্টিভ্যাল এর গ্রুপ কাভার ব্যানার স্পন্সর করেছে রেইনবো মার্ট রাঙ্গামাটি। এ বিষয়ে হিলস এর অর্থ সম্পাদক মেহনাজ রহমান লিরা বলেন- ” যে কোনো কাজে সাফল্য আসে সমন্বিত কাজের মধ্য দিয়ে। রেজিস্ট্রেশনকারী উদ্যোক্তা এবং রেইনবো মার্ট রাঙ্গামাটিসহ যে সকল স্পন্সরকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়নকে সফল করতে বিশেষ ভূমিকা রেখে আসছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। সামনেও এমনভাবে পাশে থাকবেন এটা প্রত্যাশা করি।”

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের উদ্যোক্তাদের দেশীয় প্রোডাক্ট প্রদর্শন প্রস্ততি, দিনভর সাংস্কৃতিক আয়োজন, রাতে লাইভ মিউজিক্যাল শো সবকিছু মিলিয়ে অনলাইনে যে আয়োজনটি করতে যাচ্ছে হিল ই-কমার্স সোসাইটি (হিলস) সেটার অভিনবত্ব সবাইকে মুগ্ধ করবে বলে বিশ্বাস সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *