রবিবার, নভেম্বর ৩Dedicate To Right News
Shadow

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাবিসাসের শ্রদ্ধা 

Spread the love
জাবি প্রতিনিধি
স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
আজ শনিবার (২৬ মার্চ) সকাল ৭ টায় জাবিসাসের সহ সভাপতি- তারেক আজিজ ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর নেতৃত্বে ফুল দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি
এসময় জাবিসাসের কার্যকরী সদস্য- আরিফুজ্জামান উজ্জ্বল ছাড়াও আরো উপস্থিত ছিলেন জাবিসাসের সদস্য- তাইজুল ইসলাম, মেহেদী মামুন, আব্দুর রহমান সার্জিল ও আব্দুল মান্নান।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির সহ-সভাপতি তারেক আজিজ বলেন, ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি যে চেতনা নিয়ে আমাদের লড়াই
শুরু ১৯৭১ সালের ২৬ শে মার্চ তা আনুষ্ঠানিক পূর্ণতা পায় যার ফলাফল একটি স্বাধীন ও সার্বভৌম ভূ-খণ্ড। কিন্ত দুঃখজনক ঘটনা হলো, স্বাধীনতার  ৫২ বছরে স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই এখনও শেষ হয় নি।
বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা সবচেযে সংকটে। তারপরও আশা করি বাংলাদেশ সবকিছু পেরিয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারবে, পূরণ হবে ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনের সেই স্বপ্ন।
জাবিসাস সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ বলেন, অগ্নিঝরা মার্চ এলেই মনে পড়ে স্বাধীনতার পূর্ণতা পাবার স্বপ্ন নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে ঝাপিয়ে পড়ার কথা। আজকের এই দিনে তাদের ত্যাগ-তিতিক্ষার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের সকলের দায়িত্ব।
দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সাংবাদিকেরা সর্বদা সোচ্চার ভূমিকা পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *