জাবি প্রতিনিধি
স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
আজ শনিবার (২৬ মার্চ) সকাল ৭ টায় জাবিসাসের সহ সভাপতি- তারেক আজিজ ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর নেতৃত্বে ফুল দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি
এসময় জাবিসাসের কার্যকরী সদস্য- আরিফুজ্জামান উজ্জ্বল ছাড়াও আরো উপস্থিত ছিলেন জাবিসাসের সদস্য- তাইজুল ইসলাম, মেহেদী মামুন, আব্দুর রহমান সার্জিল ও আব্দুল মান্নান।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির সহ-সভাপতি তারেক আজিজ বলেন, ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি যে চেতনা নিয়ে আমাদের লড়াই
শুরু ১৯৭১ সালের ২৬ শে মার্চ তা আনুষ্ঠানিক পূর্ণতা পায় যার ফলাফল একটি স্বাধীন ও সার্বভৌম ভূ-খণ্ড। কিন্ত দুঃখজনক ঘটনা হলো, স্বাধীনতার ৫২ বছরে স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই এখনও শেষ হয় নি।
বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা সবচেযে সংকটে। তারপরও আশা করি বাংলাদেশ সবকিছু পেরিয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারবে, পূরণ হবে ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনের সেই স্বপ্ন।
জাবিসাস সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ বলেন, অগ্নিঝরা মার্চ এলেই মনে পড়ে স্বাধীনতার পূর্ণতা পাবার স্বপ্ন নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে ঝাপিয়ে পড়ার কথা। আজকের এই দিনে তাদের ত্যাগ-তিতিক্ষার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের সকলের দায়িত্ব।
দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সাংবাদিকেরা সর্বদা সোচ্চার ভূমিকা পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।