জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অটোরিকশা চালুর আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম। আজ ৬ এপ্রিল এজন্য বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জময়েত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
এসময় ছাত্ররা দাবি জানায়, ‘অটো রিকশা অবিলম্বে চালু করে সঠিক ভাড়া নিশ্চিত করতে হবে। এছাড়া মোটরসাইকেল ও গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ স্পিড ব্রেকার স্থাপনের উদ্যোগ নিতে হবে।’
এক পর্যায়ে বিক্ষুব্ধরা নতুন রেজিস্ট্রার ভবন হয়ে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে জমায়েত হয়। সেখানে তারা ভবনের মূল গেটের সামনে অবস্থান নেয়।
এসময় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম অটোরিকশা চালুর আশ্বাস দেন এবং ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে শিক্ষার্থীদের দাবিগুলো আলোচনা হবে বলে জানান।