শনিবার, অক্টোবর ১২Dedicate To Right News
Shadow

জাবিসাসের ইফতার মাহফিল

Spread the love
জাবি প্রতিনিধি 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে জাবিসাস সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর সঞ্চালনায় জাবিসান সভাপতি মাহবুব আলম ও  উপস্থিত অতিথিবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাহার হোসেন, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদ কুদ্দুস, জাবিসাসের সাবেক উপদেষ্টা অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক সোহেল আহমেদ সোহেল আহমেদ ও অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক আব্দুল্লাহেল কাফী, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মোহাম্মদ আলী  সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ছাত্র ইউনিয়ন সভাপতি রাকিবুল রনি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *