‘বর্ষ আসুক বর্ষ যাক, থিয়েটার চিরসাথী থাক’- স্লোগান নিয়ে বাঙলা নববর্ষবরণ উপলক্ষ্যে নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-র দু’টি বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখ ১৪২৯ অর্থাৎ ১৪ই এপ্রিল ২০২২ বৃহস্পতিবার বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ প্রদর্শনী দু’টি অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার পদ্ধতিতে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পান্ডুলিপি অবলম্বনে। জানা মতে, স্বপ্নদলের প্রযোজনার মাধ্যমেই প্রথম আধুনিক মঞ্চে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র নিয়মিত মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে। এর নাট্যকাহিনিতে উপস্থাপিত হয়- মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা, অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুন যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকেÑ অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়।
‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন- সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, হ্যাপী, সামাদ, ঊষা, হাসান, আলী, বিপুল, মাধুরী, নিসর্গ, সুমাইয়া, মাসুদ, সুকুমার, রবিন, বিমল, অনিন্দ্য প্রমুখ।
প্রসঙ্গত, স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১-এ সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষযক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয় । বাংলাদেশ ও ভারতে ইতোমধ্যে এর ৮৭টি সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ভারতের দিল্লিস্থ ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত পৃথিবীখ্যাত ‘ভারত রঙ্গ মহোৎসব ২০২২’-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। এবার পহেলা বৈশাখে ‘চিত্রাঙ্গদা’-র ৮৮ ও ৮৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে।